হোম > শিক্ষা

আইইএলটিএস ছাড়াই পালের্মো বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

শিক্ষা ডেস্ক

ইউনিভার্সিটি অব পালের্মো। ছবি: সংগৃহীত

ইতালি শুধু রোমান সাম্রাজ্য, লিওনার্দো দ্য ভিঞ্চি কিংবা ভেনিসের জলপথের জন্যই বিখ্যাত নয়; বর্তমানে এটি হয়ে উঠেছে উচ্চশিক্ষাপ্রত্যাশীদের জন্য এক অনন্য আকর্ষণ। শতাব্দীপ্রাচীন বিশ্ববিদ্যালয়, বিশ্বমানের গবেষণার সুযোগ, ইউরোপিয়ান জীবনধারার অভিজ্ঞতা—সব মিলিয়ে ইতালি এখন শুধু পর্যটনের নয়, শিক্ষারও এক স্বপ্নরাজ্য।

দেশটি প্রতিবছর আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের বৃত্তির সুবিধা দিয়ে থাকে। ইউনিভার্সিটি অব পালের্মো বৃত্তিও সে রকমই একটি। চলতি শিক্ষাবর্ষে এ বৃত্তির আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। আগ্রহী শিক্ষার্থীরা আইইএলটিএস ছাড়াও এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

পালের্মো বিশ্ববিদ্যালয় ইতালির পালের্মোতে অবস্থিত একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। ১৮০৬ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি বর্তমানে ১২টি অনুষদে শিক্ষার্থীদের পাঠদান করছে। বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ২ হাজার শিক্ষক এবং ৫০ হাজার শিক্ষার্থী রয়েছেন।

সুযোগ-সুবিধা

পালের্মো বিশ্ববিদ্যালয়ের

বৃত্তিটি একটি আঞ্চলিক বৃত্তি হিসেবে বিবেচিত। এ বৃত্তির আওতায় শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ, বিনা মূল্যে খাবারের ব্যবস্থা, থাকার ব্যবস্থা এবং খরচের জন্য কিছু নগদ অর্থ দেওয়া হয়। এ বৃত্তির জন্য শিক্ষার্থীদের আইইএলটিএস থাকা বাধ্যতামূলক নয়।

আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র

আপডেট করা সিভি, বৈধ পাসপোর্টের একটি কপি, সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি, স্নাতক ডিগ্রির জন্য আবেদন করতে উচ্চমাধ্যমিকের সনদ এবং স্নাতকোত্তরের জন্য আবেদন করতে স্নাতকের সনদ, আইইএলটিএসের সনদ না থাকলে পূর্ববর্তী ডিগ্রির ইংরেজি দক্ষতা প্রমাণপত্র জমা দিলেই হবে।

অধ্যয়নের ক্ষেত্রসমূহ

বিশ্ববিদ্যালয়ের ১২টি অনুষদ হলো: কৃষি অনুষদ, স্থাপত্য অনুষদ, কলা ও মানবিক অনুষদ, অর্থনীতি অনুষদ, শিক্ষা অনুষদ, প্রকৌশল অনুষদ, আইন অনুষদ, গণিত, ভৌত ও প্রাকৃতিক বিজ্ঞান অনুষদ, মেডিসিন অনুষদ, পদার্থবিদ্যা অনুষদ, ফার্মেসি অনুষদ ও রাষ্ট্রবিজ্ঞান অনুষদ।

আবেদনের পদ্ধতি

আগ্রহী শিক্ষার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

মাস্টার্স ডিগ্রির জন্য ৩০ জুলাই এবং স্নাতক ডিগ্রির জন্য আগামী ৯ আগস্ট, ২০২৫।

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার

ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

নিজেকে বদলানোর জাদুর কাঠি

জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছাত্রসমাজ মেনে নেবে না: ডাকসু ভিপি

জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টাফ বাসে শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগ

জাপানের এনইএফ শিক্ষাবৃত্তি পেলেন বাকৃবির ১২ শিক্ষার্থী

সম্পূর্ণ অর্থায়িত তুর্কিয়ে বুরসলারি বৃত্তি

জানুয়ারিতেই বিশেষ বৃত্তি পাচ্ছেন জবি শিক্ষার্থীরা