হোম > শিক্ষা

ঢাবি বঙ্গবন্ধু হলের নতুন প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আকরাম হোসেন

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের চেয়ার পার্সন ও ঢাবি শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আকরাম হোসেন। 

আজ সোমবার (৯ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তাকে এই পদে নিয়োগ দেন। আগামী ৩ বছরের জন্য তিনি এ হলের প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন। 

আগামীকাল মঙ্গলবার (১০ আগস্ট) প্রাধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করবেন অধ্যাপক ড. মো. আকরাম হোসেন। এ প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় থেকে আজ এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছি। আগামীকাল প্রাধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করব। 

এ নিয়োগ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, 'ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর অন্তর্ভুক্ত ১ম স্ট্যাটিউটস-এর ১৮ (১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আপনাকে (অধ্যাপক ড. মো. আকরাম হোসেন) প্রচলিত শর্তে ৩ বছরের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছেন। আপনার এই নিয়োগ ১০ আগস্ট থেকে কার্যকর হবে।' 

এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মো. মফিজুর রহমান। 

সার্বিক বিষয়ে জানতে চাইলে অধ্যাপক আকরাম বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, বঙ্গবন্ধুর শতবর্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের এক যুগ সন্ধিক্ষণে আমি প্রাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছি। এ সময়টা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার দায়িত্ব যথাযথভাবে আদায় করার চেষ্টা করব। আমি সব সময় শিক্ষার্থীদের স্বার্থে কাজ করব। আমি আশা করছি হলের শিক্ষার্থীরা আমাকে প্রয়োজনীয় সহযোগিতা করবে। 

জকসু নির্বাচনে ব্যতিক্রমী প্রচারণায় প্রার্থীরা

‎জবির ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ ডিসেম্বর

এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. রইছ ও সম্পাদক ড. ইমরানুল

চীনের বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত সিএসসি বৃত্তি

জকসু নির্বাচন: ইশতেহারে অগ্রাধিকার দ্বিতীয় ক্যাম্পাস

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন

অবসর ভাতায় অনিয়ম, ক্ষতি ১২৫০ কোটি

নির্বাচনের পর রমজান, আগামী বছরের এসএসসি পরীক্ষা কবে?

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন