হোম > শিক্ষা

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্দিষ্ট বুথে টিকা দেওয়ার নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনার লক্ষ্যে নানা নির্দেশনা দিচ্ছে সরকার। এবার জাতীয় ও উন্মুক্তসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দিতে কেন্দ্রে বুথ নির্দিষ্ট করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্যসচিব ডা. শামসুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। 

আদেশে বলা হয়, ‘জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়সহ সমপর্যায়ের অন্যান্য বিশ্ববিদ্যালয়, প্রাইভেট শিক্ষার্থীদের (ও লেভেল বা এ লেভেল) করোনার টিকা দেওয়ার জন্য উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা পর্যায়ে জেলা সদর হাসপাতালের প্রতিটিতে একটি করে বুথ নির্দিষ্ট করতে হবে। এ ছাড়া ঢাকা জেলার জন্য ডিএনসিসি করোনা ডেডিকেটেড কোভিড হাসপাতালে প্রয়োজনীয়সংখ্যক বুথ নির্দিষ্ট করার অনুরোধ করা হলো।’ 

অফিস আদেশে আরও বলা হয়, ‘শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদপত্র ব্যবহার করে সুরক্ষা অ্যাপসে রেজিস্ট্রেশন করে টিকা দিতে হবে। জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদপত্র না থাকলে তালিকা প্রস্তুত করে টিকা কার্ডের মাধ্যমে টিকার ব্যবস্থা গ্রহণ করতে হবে।’ 

তবে রেজিস্ট্রেশন ছাড়া কেউ টিকা নিলে টিকা সার্টিফিকেট পাবেন না বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়। 

এর আগে গত ১১ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত ও ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের করোনারোধী টিকার বিষয়ে তিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সভা হয় সরকারের। সভায় প্রতিটি উপজেলা বা থানায় নির্ধারিত বুথ করার বিষয়ে সিদ্ধান্ত হয়।

কৃষি গুচ্ছের ভর্তি আবেদনের সময় বাড়ল

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল

গ্রিন ইউনিভার্সিটিতে আইইইই এসটিআই ৫.০ আন্তর্জাতিক সম্মেলন

ব্যাংকে ব্যবহৃত ১০টি ইংরেজি বাক্য (পর্ব-৪)

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-১)

বেইজিং নরমাল ইউনিভার্সিটিতে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি