ঢাকা: শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পর ৬০ দিন ক্লাস করিয়ে এসএসসি পরীক্ষা নেওয়া হবে। আর ৮৪ দিনক্লাস করিয়ে নেওয়া হবে এইচএসসি পরীক্ষা। আজ বুধবার দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলন এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
দীপু মনি বলেন, এবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষা পরিপূর্ণ অনিশ্চিত নয়। আশা করছি এবারের এসএসসি-এইচএসসি পরীক্ষা নিতে পারব, পরীক্ষা হবে ইনশাল্লাহ। আশা করছি খুব দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে তাদের ক্লাস করাতে পারব।
মন্ত্রী বলেন, স্কুল-কলেজ খোলার পর ২০২১ ও ২০২২ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে ছয় দিন ক্লাস করাতে চেষ্টা করব। অন্যদের সপ্তাহে একদিন করে ক্লাস হবে এবং পর্যায়ক্রমে তা বাড়ানো হবে।
ভার্চুয়াল সংবাদ সম্মেলে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম যুক্ত ছিলেন।