হোম > শিক্ষা

দুই থেকে আড়াই মাস ক্লাস করিয়ে এসএসসি–এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পর ৬০ দিন ক্লাস করিয়ে এসএসসি পরীক্ষা নেওয়া হবে। আর ৮৪ দিনক্লাস করিয়ে নেওয়া হবে এইচএসসি পরীক্ষা। আজ বুধবার দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলন এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

দীপু মনি বলেন, এবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষা পরিপূর্ণ অনিশ্চিত নয়। আশা করছি এবারের এসএসসি-এইচএসসি পরীক্ষা নিতে পারব, পরীক্ষা হবে ইনশাল্লাহ। আশা করছি খুব দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে তাদের ক্লাস করাতে পারব।

মন্ত্রী বলেন, স্কুল-কলেজ খোলার পর ২০২১ ও ২০২২ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে ছয় দিন ক্লাস করাতে চেষ্টা করব। অন্যদের সপ্তাহে একদিন করে ক্লাস হবে এবং পর্যায়ক্রমে তা বাড়ানো হবে।

শিক্ষামন্ত্রী বলেন, এবার পরীক্ষা ছাড়াই এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পাস দেওয়ার সুযোগ কম, দেওয়া ঠিকও হবে না। এবার সংক্ষিপ্ত পাঠ্যসূচির ভিত্তিতে ৬০ দিন ক্লাস করিয়ে এসএসসি এবং ৮৪ দিন ক্লাস করিয়ে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষাও হবে সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে। এ জন্য এসএসসি পরীক্ষার জন্য ১৫০ দিন এবং এইচএসসি পরীক্ষার জন্য ১৮০ দিন ক্লাস করানোর জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি করা হয়েছে। এসব শিক্ষার্থীদের আগামী জুন থেকে সপ্তাহে দুটি করে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে।

ভার্চুয়াল সংবাদ সম্মেলে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম যুক্ত ছিলেন।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত: শিক্ষা মন্ত্রণালয়

উপদেষ্টা পরিষদে উঠছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ

বাবা বেঁচে থাকলে স্বর্ণপদক দেখে কেঁদে ফেলতেন

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

মাহিরের ভান্ডারে বিবিধ রতন

বিশ্ববিদ্যালয়ের আড্ডা সংস্কৃতি

চীনের হোহাই বিশ্ববিদ্যালয়ে সিএসসি বৃত্তি

ডিআইইউতে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে পাঠকবন্ধুর শীতবস্ত্র বিতরণ

এআইইউবিতে যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার্সিটির প্রতিনিধিদল

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে চলছে ‘অ্যাডমিশন ফেয়ার স্প্রিং ২০২৬’