হোম > শিক্ষা

জাহাঙ্গীরনগরে ষষ্ঠ সমাবর্তন ২৫ ফেব্রুয়ারি

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সাত বছর পরে আগামী ২৫ ফেব্রুয়ারি ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হবে। আজ সোমবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের নবনির্মিত দুটি হলের চাবি হস্তান্তর অনুষ্ঠানে বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক নূরুল আলম।

উপাচার্য বলেন, ‘দায়িত্ব নেওয়ার শুরু থেকেই সমাবর্তন আয়োজনের ব্যাপারে আন্তরিক ছিলাম। আমরা অত্যন্ত আনন্দিত মহামান্য রাষ্ট্রপতি আগামী ২৫ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টায় সমাবর্তনের সময় নির্ধারণ করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন সে হিসেবে ব্যবস্থাপনা কর্মকাণ্ড আরম্ভ করেছে। আশা করছি একটি চমৎকার একাডেমিক পরিবেশে সফলভাবে সমাবর্তন সম্পন্ন হবে।’ 

এর আগে, গত ২০ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটে সমাবর্তনের ফি নির্ধারণ করা হয়। এবার স্নাতক ও স্নাতকোত্তর আলাদাভাবে ২ হাজার ৫০০ টাকা ও এক সঙ্গে ৪ হাজার টাকা, এমফিল ডিগ্রির জন্য ৫ হাজার টাকা, পিএইচডি ডিগ্রির জন্য ৭ হাজার টাকা এবং উইকেন্ড/ইভিনিং প্রোগ্রামের জন্য ৮ হাজার টাকা সমাবর্তন ফি নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২৫ জানুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে। 

প্রসঙ্গত, প্রতিষ্ঠার ২৬ বছরে ১৯৯৭ সালে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ে। এরপর ২০০১ সালে দ্বিতীয়, ২০০৬ সালে তৃতীয়, ২০১০ সালে চতুর্থ এবং ২০১৫ সালে অনুষ্ঠিত হয় সর্বশেষ সমাবর্তন।

জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছাত্রসমাজ মেনে নেবে না: ডাকসু ভিপি

জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টাফ বাসে শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগ

জাপানের এনইএফ শিক্ষাবৃত্তি পেলেন বাকৃবির ১২ শিক্ষার্থী

সম্পূর্ণ অর্থায়িত তুর্কিয়ে বুরসলারি বৃত্তি

জানুয়ারিতেই বিশেষ বৃত্তি পাচ্ছেন জবি শিক্ষার্থীরা

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: লিখিত পরীক্ষার ফল চলতি মাসেই

জবিতে ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ ‎

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি