হোম > শিক্ষা

এইচএসসি পরীক্ষার্থীরা কেন্দ্রে ঢুকতে পারবে সকাল সাড়ে ৮টায়

নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি

যানজট ও জনদুর্ভোগ এড়াতে চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার্থীদের সকাল ৮টা ৩০ মিনিট থেকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

আজ শনিবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষাকেন্দ্রের আশপাশের যানজট ও জনদুর্ভোগ কমাতে শুধু পরীক্ষার্থীদের কেন্দ্র চত্বরে সকাল সাড়ে ৮টা থেকে প্রবেশের ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ অনুরোধ করা হলো।

তবে পরীক্ষার কক্ষে প্রবেশের নিয়মসহ অন্যান্য পূর্বনির্ধারিত নির্দেশনা বহাল থাকবে।

এ বিজ্ঞপ্তির অনুলিপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের সংশ্লিষ্ট শাখাগুলোর কাছে পাঠানো হয়েছে।

গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে প্রায় ১২ লাখ ৫১ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে।

১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় ওই দিন অনুপস্থিত ছিল ১৯ হাজার ৭৫৯ জন শিক্ষার্থী। এ ছাড়া শৃঙ্খলাভঙ্গের দায়ে বহিষ্কার হয়েছে ৪৩ জনকে।  

আগামী ১০ আগস্ট পর্যন্ত চলবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১-২১ আগস্ট পর্যন্ত।

জকসু নির্বাচন নিয়ে প্রশাসনের নতুন নির্দেশনা

‎জকসু নির্বাচনে প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের ৪ দফা দাবি

খালেদা জিয়ার মৃত্যু: জকসু নির্বাচন পিছিয়ে ৬ জানুয়ারি

খালেদা জিয়ার মৃত্যু: বুধবারের বৃত্তি পরীক্ষা স্থগিত, হবে ৫ জানুয়ারি

‎জকসু নির্বাচন স্থগিত, ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা

খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনের শোক ঘোষণা

জকসু নির্বাচন স্থগিতে দোটানায় শিক্ষার্থীরা

‎জকসু নির্বাচন স্থগিত, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

বিনা মূল্যের বই: মাধ্যমিকের পাঠ্যবইয়ে ফের বদল, সব বই ছাপা শেষ হয়নি

জকসু নির্বাচন: ‎ছাত্রনেতাদের ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দিল কমিশন