হোম > শিক্ষা

ঢাবির সাংস্কৃতিক সংসদ আয়োজন করছে 'জীবনের জয়গান'

প্রতিনিধি, ঢাবি

করোনা মহামারির প্রকোপ ঠেলে দেড় বছর পরে ক্যাম্পাসে ফিরেছে শিক্ষার্থীরা। এই উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ আয়োজন করতে যাচ্ছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান 'জীবনের জয়গান'। আগামী ৯ নভেম্বর দুপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে এ আয়োজন শুরু হবে।

এই বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের পাশাপাশি পরিবেশনা করবে দুটি ব্যান্ড—গানকবি ও কৃষ্ণপক্ষ। 

এ আয়োজন প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংসদের সভাপতি হিল্লোল শেখর সমদ্দার বলেন, প্রাণঘাতী ভাইরাসের ছোবল ডিঙিয়ে আমরা আবার ক্যাম্পাসে ফিরেছি। মহামারির ক্ষতকে মুছে এবার জীবনের জয়গান গেয়ে ওঠাই লক্ষ্য। এই আয়োজনে আমাদের প্রতিটি পরিবেশনা হবে এই নব জাগরণকে ইঙ্গিত করেই। 

এই আয়োজনে সকলকে উপস্থিত থেকে উপভোগের আহ্বান জানিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক শিশির মাহমুদ বলেন, বহু দিন পর আমরা ক্যাম্পাসে একত্র হয়েছি। এর মাঝে বহু পরিচিত মুখের দেখা মেলেনি কত দিন! আবার আমরা আজ এক হয়েছি। করোনা মহামারির পর নতুনভাবে বাঁচতে শিখেছি। এই জাগরণই আমাদের আয়োজনের প্রেরণা। সকলের আগমনেই এই আয়োজন পূর্ণতা পাবে। 

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ সংস্কৃতিকে কেন্দ্র করে কাজ করে। এই সংগঠনের সবচেয়ে বড় আয়োজন 'বসন্ত উৎসব’। এ ছাড়া ডিইউসিএস প্রতিবছর 'বঙ্গবন্ধুকে চিঠি লেখা প্রতিযোগিতা' আয়োজন করে।

‎সুষ্ঠু ভোট নিশ্চিতে জকসু ও হল সংসদ নির্বাচনে বিশেষ নির্দেশনা

আইইএলটিএস পরীক্ষায় কেন পিছিয়ে শিক্ষার্থীরা

মার্টিন লুথার কিং সম্পর্কে সাধারণ প্রশ্নোত্তর

আমিরাতে খলিফা বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রস্তুতি

জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ৪০ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা কাল

খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‘প্রশ্ন ফাঁসের’ অভিযোগ ওঠার পর প্রাথমিকের নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রচারণা শেষ হওয়ার আগে জকসু বামপন্থী প্যানেলের ৪০ হাজার লিফলেট চুরি