যুক্তরাজ্যের নটিংহ্যামে অবস্থিত একটি সরকারি গবেষণা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব নটিংহ্যাম। এটি ১৮৮১ সালে নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় কলেজ নামে প্রতিষ্ঠিত হয়েছিল। পরে ১৯৪৮ সালে বিশ্ববিদ্যালয় পর্যায়ে উত্তীর্ণ হয়। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নটিংহ্যাম ডেভেলপিং সলিউশনস স্কলারশিপসের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনের জন্য অনির্ধারিত সংখ্যক বৃত্তি দিচ্ছে বিশ্ববিদ্যালয়টি।যুক্তরাজ্যে উচ্চশিক্ষা অর্জনে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরাও এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য জানাচ্ছেন শায়লা আহম্মেদ।
অন্তর্ভুক্ত প্রোগ্রাম
শিক্ষার্থীরা এ বৃত্তি ব্যবস্থার মাধ্যমে ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং, ফ্যাকাল্টি অব মেডিসিন অ্যান্ড হেলথ সায়েন্সেস, ফ্যাকাল্টি অব সায়েন্স ও ফ্যাকাল্টি অব সোশ্যাল সায়েন্সেসের অধীনে থাকা যেকোনো বিষয়ে পূর্ণকালীন স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। প্রোগ্রামে অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো।
বৃত্তির পরিমাণ
সাধারণত এ বৃত্তির আওতায় শিক্ষার্থীদের পড়াশোনার জন্য ৫০ থেকে ১০০ শতাংশ খরচ দেওয়া হয়।
আবেদনের যোগ্যতা
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী শিক্ষার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ও বৃত্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৭ এপ্রিল ২০২৪।