হোম > শিক্ষা

 ৪৩ বছর পর বুয়েটে চালু হচ্ছে নতুন ৩ অনুষদ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) নতুন তিনটি অনুষদ চালুর চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এর ফলে দীর্ঘ ৪৩ বছর পর নতুন অনুষদ পেল প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার নতুন অনুষদ চালুর অনুমতি দিয়ে বুয়েট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৭৯ সালে ফ্যাকাল্টি অফ পোস্ট গ্রাজুয়েশন চালুর উদ্যোগ নিয়েছিল বুয়েট। তবে সেই উদ্যোগটি আলোর মুখ দেখেনি। বুয়েটের বর্তমান উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার দায়িত্ব নেওয়ার পর গত বছর একাডেমিক কাউন্সিলে নতুন অনুষদ চালুর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এরপর সেই প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য ইউজিসিতে পাঠানো হয়। গতকাল নতুন তিনটি অনুষদ চালুর অনুমতি দিয়ে চিঠি পাঠিয়েছে ইউজিসি। 

চূড়ান্ত অনুমোদন পাওয়া নতুন তিনটি অনুষদ হলো—ফ্যাকাল্টি অব পোস্ট গ্রাজুয়েশন স্টাডিজ, ফ্যাকাল্টি অব কেমিক্যাল অ্যন্ড ম্যাটারিয়ালস ইঞ্জিনিয়ারিং এবং ফ্যাকাল্টি অব সায়েন্স। এ ছাড়া রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নামে আরেকটি ইনস্টিটিউটের অনুমোদনও দেওয়া হয়েছে। 

বুয়েট উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার বলেন, ‘ইউজিসি আনুষ্ঠানিকভাবে নতুন তিনটি ফ্যাকাল্টির অনুমোদন দিয়ে আমাদের চিঠি পাঠিয়েছে। বর্তমান সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ আরও কিছু অনুষদ ও বিষয় চালুর চিন্তাভাবনা করা হচ্ছে। আমরা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বিষয়টি অন্তর্ভুক্তির পরিকল্পনা হাতে নিয়েছি। এ ছাড়া রেলওয়ে ইঞ্জিনিয়ারিং বিষয়টিও চালুর কথা ভাবা হচ্ছে।’ 

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টাফ বাসে শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগ

জাপানের এনইএফ শিক্ষাবৃত্তি পেলেন বাকৃবির ১২ শিক্ষার্থী

সম্পূর্ণ অর্থায়িত তুর্কিয়ে বুরসলারি বৃত্তি

জানুয়ারিতেই বিশেষ বৃত্তি পাচ্ছেন জবি শিক্ষার্থীরা

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: লিখিত পরীক্ষার ফল চলতি মাসেই

জবিতে ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ ‎

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি

‘নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন জবির মোস্তাফিজ

নবীন শিক্ষার্থীদের বরণ করল ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ

সাদা অ্যাপ্রোন গায়ে জড়ানোর অপেক্ষায়