হোম > শিক্ষা

ইবিতে এখনো ৪৬৪ সিট খালি

ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গত ২৭ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ বাদে ২ হাজার ৬৬টি আসনের মধ্যে তিনটি ইউনিটে ৪৬৪টি আসন খালি রয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসানুল আম্বিয়া আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ১১ জানুয়ারি প্রথম মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষ হয়। পরে ১৯ জানুয়ারি দ্বিতীয় মেধাতালিকা প্রকাশিত হয়ে ভর্তি কার্যক্রম শেষ হয় ২৫ জানুয়ারি। তৃতীয় মেধাতালিকার ভর্তি শেষ হয়েছে গত ৭ ফেব্রুয়ারি এবং সবশেষ চতুর্থ মেধাতালিকার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয় ২৭ ফেব্রুয়ারি।

এ পর্যন্ত তিন ইউনিটে মোট ভর্তি হয়েছে ১ হাজার ৫১৮ জন ভর্তি–ইচ্ছুক। যার মধ্যে ‘এ’ ইউনিট থেকে ৬৫৯ জন, ‘বি’ ইউনিট থেকে ৪৯০ জন ও ‘সি’ ইউনিট থেকে ৩৬৯ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আসন ফাঁকা আছে ৩০০, ব্যবসায় শিক্ষা বিভাগের ৭৬ এবং মানবিকের ৮৮টি আসন ফাঁকা রয়েছে। এতে মোট ফাঁকা সিট ৪৬৪।

পরবর্তী মেধাতালিকার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসানুল আম্বিয়া আজকের পত্রিকাকে বলেন, আগামী ৩ মার্চ অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের মেধাতালিকা প্রকাশ করা হবে। এতেও আসন পূর্ণ না হলে, পর্যায়ক্রমে আসন ফাঁকা থাকা সাপেক্ষে মেধাতালিকা দেওয়া হবে।

উল্লেখ্য, ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের মেধাতালিকা প্রকাশিত হয় গত ৩১ ডিসেম্বর। এতে মোট আবেদন পড়েছিল ৩৭ হাজার ৭১৪ জন।

কুবিতে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

দেশে অণুজীববিজ্ঞান শিক্ষায় ভূমিকা রয়েছে বিএসএমের

‎জকসু নির্বাচনী প্রচারণায় অংশ নিলেন জামাল ভূঁইয়া

জকসু নির্বাচনে ব্যতিক্রমী প্রচারণায় প্রার্থীরা

‎জবির ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ ডিসেম্বর

এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. রইছ ও সম্পাদক ড. ইমরানুল

চীনের বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত সিএসসি বৃত্তি

জকসু নির্বাচন: ইশতেহারে অগ্রাধিকার দ্বিতীয় ক্যাম্পাস

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন