ইদানীং অনেক বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য রাশিয়ায় পাড়ি জমাতে চাইছেন। এর মূল কারণ হলো, রাশিয়ায় পড়াশোনার খরচ অন্যান্য দেশের তুলনায় কম। তা ছাড়া নিজের পছন্দের বিষয়ে পড়ার সুযোগ তো রয়েছেই। এর পাশাপাশি বিভিন্ন সময়ে রুশ সরকার এবং বিশ্ববিদ্যালয়গুলো বিদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ ও স্টাইপেন্ড দিয়ে থাকে।
তেমনি ফুল ফ্রি স্কলারশিপের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের তিন বছর মেয়াদি পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে রাশিয়ার স্কলকভো ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (স্কলটেক)। ২০১১ সালে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) সঙ্গে পার্টনারশিপে স্কলটেক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রতিবছর এর র্যাঙ্কিং ১০০ থেকে ১৫০-এর মধ্যে থাকে। তবে এই স্কলারশিপ শুধু স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে পড়াশোনার জন্যই। এ প্রোগ্রামের আওতায় স্নাতকোত্তরে ৩০০ জন এবং পিএইচডির জন্য ১২০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে।
দুই বছরের মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে অন্তর্ভুক্ত বিষয়
তিন বছর মেয়াদি পিএইচডি প্রোগ্রামে অন্তর্ভুক্ত বিষয়
আবেদনের যোগ্যতা
সুযোগ-সুবিধা
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনের প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। তবে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পর আবেদনকারী প্রথম ধাপে উত্তীর্ণ হলে একটি অনলাইন পরীক্ষা দিতে হবে। স্নাতকোত্তর প্রোগ্রামে আবেদনের শেষ সময় ১৫ জুলাই ও পিএইচডি প্রোগ্রামে আবেদনের শেষ সময় ৫ জুলাই। আগ্রহী যোগ্য প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে স্নাতকোত্তর এবং এই ওয়েবসাইটের মাধ্যমে পিএইচডি প্রোগ্রামে আবেদন প্রক্রিয়া ও বৃত্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে পারবেন।
অনুবাদ: মুসাররাত আবির