ঢাকা: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) আগামী জুলাই মাসে সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে পরীক্ষার তারিখ ও পরীক্ষা অফলাইনে না অনলাইনে হবে তার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গত শনিবার (০৫ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, আমি পুনঃ নিয়োগের পর এসে প্রথমেই পরীক্ষার বিষয়ে সকল ডিনদের সঙ্গে মিটিং করেছি। আগামী জুলাই মাসে পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে। তবে পরীক্ষার তারিখ এখনো ঠিক করা হয়নি। আগামী সপ্তাহে তারিখ জানানো হবে।
তিনি আরও বলেন, সরকার এবং ইউজিসি হল বন্ধ রেখে পরীক্ষা নেওয়ার কথা বলেছে। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে পদক্ষেপ নেওয়া হবে।