জার্মানিকে বলা হয় গবেষণার তীর্থস্থান। দেশটির অন্যতম সম্মানজনক বৃত্তি হলো ডাড স্কলারশিপ। স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামের জন্য এই স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। এই স্কলারশিপে আপনি ১০ থকে ১৪ মাস মেয়াদি স্নাতকোত্তর বা পিএইচডি করতে পারবেন। The Germany Academic Exchange Service যাকে সংক্ষেপে বলা হয় ডাড স্কলারশিপ।
যেসব বিষয়ে আবেদন করতে পারবেন
সুযোগ-সুবিধা
আবেদনের যোগ্যতা
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনের প্রক্রিয়া ও সময়সীমা
অনুবাদ: মুসাররাত আবির