হোম > শিক্ষা

ঢাবির জাপানিজ স্টাডিজে পরীক্ষার্থী ২৬, পাস করেছেন ২৭ জন

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাপানিজ স্টাডিজ বিভাগের অধীনে স্নাতকোত্তর কোর্স প্রফেশনাল মাস্টার্স ইন জাপানিজ স্টাডিজের (পিএমজেএস) পরীক্ষায় ৪০টি আসনের বিপরীতে ২৬ জন পরীক্ষা দিলেও পাস করেছেন ২৭ জন। পরীক্ষা না দিয়েই উত্তীর্ণের তালিকায় নাম আসা ওই শিক্ষার্থীর নাম মিঠু চন্দ্র শীল। তিনি বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। তবে মিঠুর দাবি, তিনি নিয়ম মেনে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে ভর্তি হয়েছেন।

জাপানিজ স্টাডিজ বিভাগ সূত্রে জানা যায়, ওই বিভাগের প্রফেশনাল মাস্টার্স কোর্সের প্রথম ব্যাচের ভর্তি পরীক্ষা ছিল এটি। ২০২৩ সালের ২২ ডিসেম্বর সকাল ১০টায় ভর্তি পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় অংশ নেন ২৬ জন। লিখিত পরীক্ষার ফল ঘোষণার পর মৌখিক পরীক্ষা হওয়ার কথা থাকলেও পরীক্ষার ঘণ্টাখানেক পরেই মৌখিক পরীক্ষা নেওয়া হয়। পরে চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়া ২৬ জনসহ অতিরিক্ত একজনের তালিকা প্রকাশ করা হয় এবং ৩১ ডিসেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বিজ্ঞপ্তি দেওয়া হয়। গত ১৪ জানুযারি থেকে এই কোর্সের ক্লাস শুরু হয়েছে।

পরীক্ষার্থীর চেয়ে পাসের সংখ্যা বেশি কেন জানতে জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান এবং ভর্তি কমিটির প্রধান মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে খুদেবার্তা পাঠালেও সাড়া দেননি।

বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে অবগত করলে উপ-উপাচার্যকে (শিক্ষা) বিষয়টি খোঁজখবর নিতে বলেছেন বলে জানান তিনি।

পরে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার গতকাল শনিবার আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে নিয়মতান্ত্রিকভাবে তারা (জাপানিজ স্টাডিজ) কোর্স শুরু করেছে। তবে কীভাবে ২৬ জন পরীক্ষা দিয়ে ২৭ জন পাস করল, সেটি দেখার বিষয়। বিষয়টি নিয়ে পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গেও আলাপ হয়েছে। আজ তো বন্ধ, আগামীকাল (রোববার) অফিস টাইমে বিভাগে খোঁজখবর নেওয়া হবে এবং নিয়ম অনুযায়ী তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

বাবা বেঁচে থাকলে স্বর্ণপদক দেখে কেঁদে ফেলতেন

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

মাহিরের ভান্ডারে বিবিধ রতন

বিশ্ববিদ্যালয়ের আড্ডা সংস্কৃতি

চীনের হোহাই বিশ্ববিদ্যালয়ে সিএসসি বৃত্তি

ডিআইইউতে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে পাঠকবন্ধুর শীতবস্ত্র বিতরণ

এআইইউবিতে যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার্সিটির প্রতিনিধিদল

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে চলছে ‘অ্যাডমিশন ফেয়ার স্প্রিং ২০২৬’

মন বসছে না পড়ার টেবিলে? জেনে নাও কারণ

উপসালা বিশ্ববিদ্যালয় বৃত্তি