২০২২ শিক্ষাবর্ষে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা সরকারি-বেসরকারি স্কুলগুলোতে ভর্তির জন্য আগামী ২৫ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হতে পারে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক অধিদপ্তর (মাউশি)। আজ বৃহস্পতিবার এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
লটারি, ফরম বিক্রি ও ফল প্রকাশ করা হবে মোবাইল অপারেটর টেলিটকের মাধ্যমে। সারা দেশে কেন্দ্রীয় ভাবে ভর্তির লটারি আয়োজন করা হবে। ৩ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী পাওয়ার পর সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে জানিয়েছেন মাউশির পরিচালক (মাধ্যমিক) মো. বেলাল হোসাইন। সরকারি স্কুলে ১৫ ডিসেম্বর আর বেসরকারিতে ১৯ ডিসেম্বর আয়োজন করার প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবে বলা হয়েছে, সরকারি স্কুলে ১৮ থেকে ২৩ ডিসেম্বর এবং বেসরকারিতে ২১ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত ভর্তি করানো হবে। সরকারিতে অপেক্ষমাণ শিক্ষার্থীদের সরকারিতে ভর্তি করানো হবে ২৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত। আর বেসরকারিতে অপেক্ষমাণ শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে ২৮ থেকে ৩০ তারিখ পর্যন্ত।
প্রস্তাবে আরও বলা হয়েছে, আগামী বছরের ভর্তি ফরমের মূল্য কমানো হয়েছে। আগামী বছর একসঙ্গে পাঁচটি স্কুলে আবেদনের জন্য ১১০ টাকা নির্ধারণ করা করা হয়েছে। যেখানে গত বছর সরকারির ভর্তি ফরম ছিল ১৭০ টাকা আর বেসরকারিতে ছিল ২০০ টাকা। বর্তমান ফি অনুযায়ী প্রতি স্কুলে আবেদন ফি দাঁড়ায় ২২ টাকা।
২৫ নভেম্বর থেকে শুরু হওয়ার পর ভর্তির প্রক্রিয়া চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। এতদিন শুধু প্রথম বর্ষের ভর্তির কার্যক্রম অনলাইনে সম্পন্ন করা হলেও করোনা সংক্রমণের কারণে চলতি বছরে সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরে নবনির্বাচিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা।