হোম > শিক্ষা

বিশ্ববিদ্যালয়ের গাড়িতেই বাড়ি যাচ্ছেন জবি শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি

ঈদুল আজহা উপলক্ষে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন ও বিআরটিসির ভাড়া বাসসহ মোট ২৮টি গাড়িতে করে ১ হাজার ৫০৭ জন শিক্ষার্থী বাড়ি যাচ্ছেন।

আজ শনিবার সকাল প্রায় সাড়ে ৮টায় রাজশাহী, রংপুর, সিলেট বিভাগের বিভিন্ন জেলার উদ্দেশে বাসগুলো ক্যাম্পাস ছেড়েছে।

জানা যায়, লকডাউনের কারণে ঢাকায় আটকা পড়েছেন অনেক শিক্ষার্থী। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭ থেকে ১৯ জুলাই বাংলাদেশের বিভিন্ন জেলায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে বাস দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ রাজশাহী, রংপুর, সিলেট বিভাগ যাচ্ছে, ১৮ জুলাই যাবে বরিশাল, খুলনা বিভাগ ও ১৯ জুলাই যাবে চট্টগ্রাম, ময়মনসিংহ বিভাগে।

রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় যাচ্ছেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জাহিদ ইমন। তিনি বলেন, 'বিশ্ববিদ্যালয়ের বাস যাচ্ছে আমার জেলায়। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করব, খুব ভালো লাগছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনেক ধন্যবাদ, এমন একটা উদ্যোগের জন্য।’

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক আবদুলাহ আল মাসুদ বলেন, সকাল ৮টার পরে তিনটি বিভাগের বিভিন্ন রুটে গাড়ি যাচ্ছে। ছয়টি বাসে করে সিলেট বিভাগে ২৯৩, ১২টি বাসে করে রাজশাহী বিভাগে ৫০২ ও রংপুরে ৭১২ জন শিক্ষার্থী যাচ্ছেন। আজ মোট ১ হাজার ৫০৭ জন শিক্ষার্থীকে নিয়ে মোট ২৮টি বাস যাচ্ছে তিনটি বিভাগে। এর মধ্যে ছয়টি বাস বিআরটিসির, বাকিগুলো বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস।

জকসু নির্বাচনে ব্যতিক্রমী প্রচারণায় প্রার্থীরা

‎জবির ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ ডিসেম্বর

এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. রইছ ও সম্পাদক ড. ইমরানুল

চীনের বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত সিএসসি বৃত্তি

জকসু নির্বাচন: ইশতেহারে অগ্রাধিকার দ্বিতীয় ক্যাম্পাস

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন

অবসর ভাতায় অনিয়ম, ক্ষতি ১২৫০ কোটি

নির্বাচনের পর রমজান, আগামী বছরের এসএসসি পরীক্ষা কবে?

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন