হোম > শিক্ষা

বিশ্ববিদ্যালয়ের গাড়িতেই বাড়ি যাচ্ছেন জবি শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি

ঈদুল আজহা উপলক্ষে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন ও বিআরটিসির ভাড়া বাসসহ মোট ২৮টি গাড়িতে করে ১ হাজার ৫০৭ জন শিক্ষার্থী বাড়ি যাচ্ছেন।

আজ শনিবার সকাল প্রায় সাড়ে ৮টায় রাজশাহী, রংপুর, সিলেট বিভাগের বিভিন্ন জেলার উদ্দেশে বাসগুলো ক্যাম্পাস ছেড়েছে।

জানা যায়, লকডাউনের কারণে ঢাকায় আটকা পড়েছেন অনেক শিক্ষার্থী। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭ থেকে ১৯ জুলাই বাংলাদেশের বিভিন্ন জেলায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে বাস দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ রাজশাহী, রংপুর, সিলেট বিভাগ যাচ্ছে, ১৮ জুলাই যাবে বরিশাল, খুলনা বিভাগ ও ১৯ জুলাই যাবে চট্টগ্রাম, ময়মনসিংহ বিভাগে।

রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় যাচ্ছেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জাহিদ ইমন। তিনি বলেন, 'বিশ্ববিদ্যালয়ের বাস যাচ্ছে আমার জেলায়। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করব, খুব ভালো লাগছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনেক ধন্যবাদ, এমন একটা উদ্যোগের জন্য।’

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক আবদুলাহ আল মাসুদ বলেন, সকাল ৮টার পরে তিনটি বিভাগের বিভিন্ন রুটে গাড়ি যাচ্ছে। ছয়টি বাসে করে সিলেট বিভাগে ২৯৩, ১২টি বাসে করে রাজশাহী বিভাগে ৫০২ ও রংপুরে ৭১২ জন শিক্ষার্থী যাচ্ছেন। আজ মোট ১ হাজার ৫০৭ জন শিক্ষার্থীকে নিয়ে মোট ২৮টি বাস যাচ্ছে তিনটি বিভাগে। এর মধ্যে ছয়টি বাস বিআরটিসির, বাকিগুলো বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস।

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার

ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

নিজেকে বদলানোর জাদুর কাঠি

জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছাত্রসমাজ মেনে নেবে না: ডাকসু ভিপি

জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টাফ বাসে শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগ

জাপানের এনইএফ শিক্ষাবৃত্তি পেলেন বাকৃবির ১২ শিক্ষার্থী

সম্পূর্ণ অর্থায়িত তুর্কিয়ে বুরসলারি বৃত্তি

জানুয়ারিতেই বিশেষ বৃত্তি পাচ্ছেন জবি শিক্ষার্থীরা