জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১০ ইউনিটের পরিবর্তে ৫ ইউনিটে সম্পন্ন হবে। গতকাল বুধবার বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক নূরুল আলম।
বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপাচার্য নূরুল আলম বলেন, ‘ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিকে গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদের সঙ্গে যুক্ত করে ‘এ’ ইউনিট, সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ নিয়ে ‘বি’, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, চারুকলা বিভাগ, বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট এবং কলা ও মানবিক অনুষদ ‘সি’ ইউনিট, জীববিজ্ঞান অনুষদ ‘ডি’ ইউনিট, বিজনেস স্টাডিজ অনুষদ ও ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন নিয়ে ‘ই’ ইউনিট করা হয়েছে।’
উপাচার্য নূরুল আলম আরও বলেন, ‘ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘব করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও অনুষদ এই সিদ্ধান্তে একমত হয়েছে। নতুন এই সিদ্ধান্তের ফলে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের আর্থিক সাশ্রয়ের পাশাপাশি সময় এবং ভোগান্তি কমে আসবে।’
এদিকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরিচালনা কমিটি জানায়, ভর্তি আবেদন আগামী ১৮ মে থেকে ১৬ জুন পর্যন্ত চলবে। এছাড়া ভর্তি পরীক্ষার তারিখ ৩১ জুলাই থেকে ১১ আগস্ট চূড়ান্ত করা হয়েছে।