হোম > শিক্ষা

এইচএসসি ভর্তিতে এবার ফাঁকা ২০ লাখ আসন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে। ছবি: আজকের পত্রিকা

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় পাস করেছে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন। এই শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে (এইচএসসি ও সমমান) পরও প্রায় ২০ লাখ আসন খালি থাকবে।

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার আজ শনিবার আজকের পত্রিকাকে বলেন, সব বোর্ডের কলেজ পরিদর্শকেরা মিলে কলেজ ভর্তির একটি নীতিমালা চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

কবে নাগাদ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নে তিনি বলেন, ‘আশা করছি চলতি মাসের শেষে কলেজে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে।’

এর আগে ১০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবার পাস করেছে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন। আর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।

ঢাকা শিক্ষা বোর্ডের তথ্যমতে, সারা দেশে প্রায় ৯ হাজার ১৮১টি কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে মোট আসন রয়েছে প্রায় ২২ লাখ। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পর্যায়ে রয়েছে প্রায় ৯ লাখ আসন এবং সরকারি-বেসরকারি পলিটেকনিকে রয়েছে আরও ২ লাখ ৪১ হাজার আসন।

সব মিলিয়ে একাদশে আসন আছে ৩৩ লাখ। অথচ চলতি বছর এসএসসি ও সমমানে পাস করেছে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন। সেই হিসাবে চলতি বছর সারা দেশের একাদশ শ্রেণির শিক্ষাপ্রতিষ্ঠানে ১৯ লাখ ৯৬ হাজার ৫৭৪ আসন অর্থাৎ প্রায় ২০ লাখ আসন ফাঁকা থাকবে।

চীনের বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত সিএসসি বৃত্তি

জকসু নির্বাচন: ইশতেহারে অগ্রাধিকার দ্বিতীয় ক্যাম্পাস

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন

অবসর ভাতায় অনিয়ম, ক্ষতি ১২৫০ কোটি

নির্বাচনের পর রমজান, আগামী বছরের এসএসসি পরীক্ষা কবে?

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

তিন দিনে ৫ পরীক্ষা বিপাকে শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু আজ

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার