ইংরেজি ভাষা শেখার ওয়েবসাইট ও অ্যাপ ডুয়োলিংগোর সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে গুগল। ইংরেজি ভাষা অনুশীলন ও দক্ষতা বৃদ্ধির জন্য গুগল সার্চে নতুন ফিচার যোগ হয়েছে। টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
গুগল এক ব্লগপোস্টে বলেছে, কিছুদিনের মধ্যেই আর্জেন্টিনা, কলাম্বিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মেক্সিকো ও ভেনেজুয়েলার অ্যান্ড্রয়েড ফোনের জন্য সার্চ টুলটি ছাড়া হবে। ভবিষ্যতে অন্যান্য দেশে ও ভাষাতে টুলটি পাওয়া যাবে। ভাষা শিক্ষার্থীরা ইংরেজিতে বা ইংরেজি থেকে অনুবাদ করে কথা বলার অনুশীলন করতে পারবে।
গুগল রিসার্চ ডিরেক্টর ক্রিশ্চিয়ান প্লেজম্যান এবং প্রোডাক্ট ম্যানেজার কাটিয়ে কক্স বলেন, অনুবাদ, সংজ্ঞা এবং শব্দভান্ডার বৃদ্ধির জন্য গুগল সার্চ এখন ইতিমধ্যেই ভাষা শিক্ষার্থীদের জন্য একটি মূল্যবান হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এখন শিক্ষার্থীরা অ্যান্ড্রয়েড ফোনে ইংরেজিতে বা ইংরেজি থেকে অনুবাদের সময় ব্যক্তিগতকৃত প্রতিক্রিয়াসহ ইংরেজি অনুশীলনের নতুন অভিজ্ঞতা পাবে।
গুগলের সার্চ টুলটি সঙ্গে সঙ্গে শাব্দিক প্রতিক্রিয়া দেয়। প্রদত্ত প্রশ্নের উত্তল প্রাসঙ্গিক ও সঠিক হয়েছে নাকি তা জানাবে। সেই সঙ্গে ব্যাকরণের কোন অংশে উন্নত করা যায় তার পরামর্শ দেবে। অন্যান্য উপায়ে কীভাবে উত্তর বলা যায় তাও এই টুল জানিয়ে দেবে।
অনুশীলনের সময় শিক্ষার্থীরা যেসব শব্দ বুঝতে পারবে না, সেই সব শব্দে ট্যাপ করে অনুবাদ তার দেখতে পারবে।
প্লেগম্যান এবং কক্স বলেছেন, ব্যক্তিগত টিউটরিং, মোবাইল অ্যাপস এবং ক্লাসের মতো অন্যান্য শিক্ষা পরিষেবা ও রিসোর্সের সঙ্গে ব্যবহার করার জন্য গুগলের টুলটি ডিজাইন করা হয়েছে।
এআই ও মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিং গুগলের এই ফিচারে ব্যবহার করা হয়েছে।
ভাষা শিক্ষার বিশাল ক্ষেত্রে লাভের পরিমাণ নিশ্চিতভাবে বলা কঠিন। কাকতালীয়ভাবে ডুয়োলিংগোর শেয়ার শুক্রবারে কিছু কম (শূন্য দশমিক ৬৩ শতাংশ) রয়েছে।
এর আগেও ভাষা শিক্ষার টুল নিয়ে কাজ করেছে গুগল। ২০১৯ সালে টেক জায়ান্টটি আরেক মডেল নিয়ে আসে যার মাধ্যমে ব্যবহারকারীরা একটি শব্দ বলার সঠিক উপায় অনুশীলন করে এবং সঙ্গে সঙ্গে এর প্রতিক্রিয়া জানতে পারত।