ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৩ সালের অনার্স প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের নিয়মিত-অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। সাত কলেজের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন সময় অনুযায়ী, শিক্ষার্থীরা ২১ অক্টোবর পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালের অনার্স প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষ নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষায় যেসব শিক্ষার্থী এখনো ফরম পূরণ করতে পারেননি, তাঁরা ২১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
কলেজ অধ্যক্ষদের সুপারিশের পরিপ্রেক্ষিতে এই সময় বাড়ানো হলো। সঠিক সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার স্বার্থে এই তারিখের পর বিলম্বে ফরম পূরণের সুযোগ থাকবে না।