হোম > শিক্ষা

রাবির নতুন উপাচার্য গোলাম সাব্বির সাত্তার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপুকে বিশ্ববিদ্যালয়টি উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক। 

তাপুকে আগামী চার বছরের জন্য রাবির উপাচার্য নিয়োগ দিয়ে রোববার প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এরমধ্যে চাকরির মেয়াদ শেষ হলে অবসর নেওয়ার আনুষ্ঠানিকতা শেষ করে তিনি উপাচার্যের বাকী মেয়াদ পূর্ণ করতে পারবেন। তবে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন। 

উপাচার্য হিসেবে তাপু বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা পাবেন। এ ছাড়া বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা পাবেন তিনি। প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে এই অধ্যাপককে সব সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। 

গত ৬ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের মেয়াদ শেষ হয়। এরপর থেকে উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা উপাচার্যের রুটিন দায়িত্বে ছিলেন। অধ্যাপক আনন্দের মেয়াদ শেষ হলে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম। পরে সুলতান-উল-ইসলামকে উপাচার্যের রুটিন দায়িত্ব দেয় সরকার। আরেক অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া রাবির উপ-উপাচার্যের দায়িত্বে আছেন। 

‎জকসু নির্বাচনে প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের ৪ দফা দাবি

খালেদা জিয়ার মৃত্যু: জকসু নির্বাচন পিছিয়ে ৬ জানুয়ারি

খালেদা জিয়ার মৃত্যু: বুধবারের বৃত্তি পরীক্ষা স্থগিত, হবে ৫ জানুয়ারি

‎জকসু নির্বাচন স্থগিত, ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা

খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনের শোক ঘোষণা

জকসু নির্বাচন স্থগিতে দোটানায় শিক্ষার্থীরা

‎জকসু নির্বাচন স্থগিত, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

বিনা মূল্যের বই: মাধ্যমিকের পাঠ্যবইয়ে ফের বদল, সব বই ছাপা শেষ হয়নি

জকসু নির্বাচন: ‎ছাত্রনেতাদের ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দিল কমিশন

‎জকসু নির্বাচন: ৬টি মেশিনে ভোট গণনা, ফলাফল দেখা যাবে লাইভে