হোম > শিক্ষা

এইচএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১৯ হাজার ৭৫৯, বহিষ্কার ৪৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

সারা দেশে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার শুরুর দিনেই আজ বৃহস্পতিবার (২৬ জুন) ১১ শিক্ষাবোর্ডে অনুপস্থিত ছিল ১৯ হাজার ৭৫৯ জন শিক্ষার্থী। এ ছাড়া পরীক্ষায় অসদুপায়ের দায়ে ৪৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সাধারণ শিক্ষাবোর্ডে বাংলা ১ম পত্র, মাদ্রাসায় কোরআন মজিদ ও কারিগরিতে বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আন্তশিক্ষা বোর্ড সূত্র জানায়, অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ৩ হাজার ৩২৬ জন, রাজশাহী বোর্ডে ১ হাজার ৮৬৭ জন, কুমিল্লা বোর্ডে ২ হাজার ৪২৮ জন, যশোর বোর্ডে ১ হাজার ৬৩৮ জন, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ২৩০ জন, সিলেট বোর্ডে ৮২৪ জন, বরিশাল বোর্ডে ১ হাজার ২৯ জন, দিনাজপুর বোর্ডে ১ হাজার ২৯১ জন, ময়মনসিংহ বোর্ডে ৮৮০ জন, মাদ্রাসা বোর্ডে ৪ হাজার ১৯৬ জন, কারিগরি বোর্ডে ১ হাজার ৫০ জন।

আর কুমিল্লা বোর্ডে ৩, রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বোর্ডে ১ জন করে ৩ জন, মাদ্রাসা বোর্ডে ২৪ জন আর কারিগরি বোর্ডে ১৩ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এবার নয়টি সাধারণ ও মাদ্রাসা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হবে ১০ আগস্ট। ১১ থেকে ২৮ আগস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ভকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্সের তত্ত্বীয় পরীক্ষা চলবে ১৭ জুলাই পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা চলবে ১৮ থেকে ২৪ জুলাই পর্যন্ত।

২০২৩ সালের সংক্ষিপ্ত বা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা হচ্ছে।

নিকাব বিতর্কে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ইউএপির দুই শিক্ষক চাকরিচ্যুত, ক্লাস বন্ধ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’-বিষয়ক সেমিনার

বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেল জবি শিক্ষার্থীর ‘হোয়াট ইফ’

জনদুর্ভোগ এড়াতে কর্মসূচিতে পরিবর্তন আনলেন সাত কলেজের শিক্ষার্থীরা

নতুন ভাষা আয়ত্ত করার ৮ কার্যকর ধাপ

জাপানে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত: শিক্ষা মন্ত্রণালয়

উপদেষ্টা পরিষদে উঠছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ

বাবা বেঁচে থাকলে স্বর্ণপদক দেখে কেঁদে ফেলতেন

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ