বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) খণ্ডকালীন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান। ইউজিসির পক্ষ থেকে গত ১৭ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়কে পাঠানো এক চিঠিতে এ বিষয়ে অবহিত করা হয়েছে।
চিঠিতে জানানো হয়, চলতি বছরের ৫ অক্টোবর থেকে পরবর্তী ২ বছরের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের খণ্ডকালীন সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩১ মে থেকে অধ্যাপক ড. মো. মশিউর রহমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ড. মশিউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক। তিনি সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।