হোম > শিক্ষা

যৌন হয়রানি : দুই মাসেও বিচার পাননি ইবির ভুক্তভোগী সেই শিক্ষার্থী

প্রতিনিধি, ইসলামী বিশ্ববিদ্যালয়

যৌন হয়রানির দায়ে অভিযুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারুক হোসেনের বিরুদ্ধে দুই মাসেও ব্যবস্থা নেয়নি প্রশাসন। এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সঙ্গে তাঁকে দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা। 

অভিযুক্ত ফারুক হোসেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, গত ১১ মে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী ফারুক হোসেনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। পরে সেদিনই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন ওই ভুক্তভোগী ছাত্রী।

পরদিন ১২ মে অভিযুক্ত ফারুক হোসেনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো। এ ছাড়া সাধারণ শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারের দাবিতে প্রতিবাদ করেন। একই সঙ্গে অভিযুক্ত শিক্ষার্থীকে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম লিখিত অভিযোগটি আমলে নিয়েছিলেন বলে জানিয়েছিল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন।

এ বিষয়ে ভুক্তভোগী ছাত্রী বলেন, ‘এ ঘটনায় আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। অভিযোগ করার পর আমার ওপর নানামুখী চাপ আসে অভিযোগ তুলে নেওয়ার জন্য। আমার ফেসবুক আইডিও হ্যাক করার চেষ্টা করা হয়। আমার নামে ফেসবুকে ভুয়া আইডি খোলা হয়। আমাকে হুমকি–ধমকিও দেওয়া হয়। এ ঘটনায় তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইসরাত জাহান শায়লা বলেন, ‘প্রায় এক মাস পেরিয়ে গেলেও অভিযুক্ত ফারুক হোসেন শাস্তির আওতায় আসেননি। তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত। না হলে ইবিতে আরও ফারুক জন্ম নেবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ভুক্তভোগীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা প্রক্রিয়া করে রেখেছি। দ্রুতই ওই ঘটনার নিষ্পত্তি করা হবে।’

জ্ঞান, নৈতিকতা এবং উৎকর্ষের ধারায় তিন দশকের গৌরবময় অগ্রযাত্রা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি

কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ে অর্থায়িত বৃত্তি

জকসুর প্রচারণা শেষ: সুষ্ঠু ও শঙ্কামুক্ত নির্বাচনের আশায় প্রার্থী ও শিক্ষার্থীরা

‎সুষ্ঠু ভোট নিশ্চিতে জকসু ও হল সংসদ নির্বাচনে বিশেষ নির্দেশনা

আইইএলটিএস পরীক্ষায় কেন পিছিয়ে শিক্ষার্থীরা

মার্টিন লুথার কিং সম্পর্কে সাধারণ প্রশ্নোত্তর

আমিরাতে খলিফা বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রস্তুতি

জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ৪০ জন