এইচএসসি পরীক্ষায় সমাজবিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয়—বিশেষ করে যাঁরা মানবিক শাখায় পড়াশোনা করেন তাঁদের জন্য। ভালো প্রস্তুতির জন্য কেবল মুখস্থ নয়, বোঝা ও ব্যাখ্যা করার দক্ষতাও জরুরি। নিচে বিষয়ভিত্তিক কিছু টিপস দেওয়া হলো, যা এইচএসসি পরীক্ষার্থীদের কাজে আসবে:
পরীক্ষার প্রস্তুতির টিপস
১. সিলেবাস ভালোভাবে বুঝে নিন
কোন অধ্যায়ে কী আছে, সেটি স্পষ্টভাবে জানুন। বোর্ড প্রশ্নের ধরন দেখে কোন অধ্যায়গুলোতে বেশি গুরুত্ব দিতে হবে, তা চিহ্নিত করুন।
২. অধ্যায়ভিত্তিক পড়ার কৌশল
অধ্যায় ১: সমাজ ও সমাজবিজ্ঞান
- সমাজবিজ্ঞান কী, এর উপাদান, বৈশিষ্ট্য ও গুরুত্ব বোঝার ওপর জোর দিন।
- সংজ্ঞা ও উদাহরণ মুখস্থ করুন।
অধ্যায় ২: সমাজবিজ্ঞানী ও তাদের মতবাদ
- অগাস্ট কোঁত, হারবার্ট স্পেন্সার, কার্ল মার্কস, ম্যাক্স ওয়েবার—তাঁদের চিন্তা ও অবদান সংক্ষেপে জানুন।
- প্রতিটি সমাজবিজ্ঞানীর মূল তত্ত্ব ও উদাহরণ দিয়ে উত্তর তৈরি করুন।
অধ্যায় ৩: সমাজ কাঠামো ও প্রক্রিয়া
- সামাজিক প্রতিষ্ঠান, সামাজিক সম্পর্ক, সামাজিক নিয়ন্ত্রণ, সামাজিকীকরণ ইত্যাদি ভালোভাবে বুঝতে হবে।
- বিভিন্ন ধরনের সামাজিক পরিবর্তনের কারণ ও প্রভাব বুঝিয়ে লিখতে পারার অনুশীলন করুন।
অধ্যায় ৪: সামাজিক সমস্যা ও পরিবর্তন
- বাল্যবিবাহ, মাদকাসক্তি, দারিদ্র্য, নারী নির্যাতন ইত্যাদি বিষয়ে তথ্য-উপাত্তসহ উত্তর তৈরি করুন।
- সমাধানমূলক দৃষ্টিভঙ্গি রাখুন।
উত্তর লেখার কৌশল
- ভূমিকা-মূল বক্তব্য-উপসংহার: প্রতিটি প্রশ্নে এ কাঠামো অনুসরণ করুন।
- সংজ্ঞা, বিশ্লেষণ, উদাহরণ এবং উপসংহার যুক্ত করুন।
- প্রশ্ন অনুযায়ী পয়েন্ট ভাগ করে লিখুন (১, ২, ৩...বা ⬤ চিহ্ন দিয়ে)।
- গুরুত্বপূর্ণ শব্দ বা সংজ্ঞা আন্ডারলাইন করুন।
৪. সৃজনশীল প্রশ্নের জন্য টিপস
- উপস্থাপন+বিশ্লেষণ+মূল্যায়ন: এ তিনটি অংশে ফোকাস করুন।
- গঠনমূলক চিন্তা ও উদাহরণ ব্যবহার করে উত্তর দিন।
- প্রশ্নের ‘ঘ’ অংশে নিজের বিশ্লেষণ বা মতামত যুক্ত করুন।
৫. এমসিকিউ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রস্তুতির টিপস
- প্রতিটি অধ্যায়ের সংজ্ঞা, বৈশিষ্ট্য ও ব্যতিক্রমমূলক তথ্য মুখস্থ রাখুন।
- বিগত বছরের প্রশ্নগুলো চর্চা করুন।
- মানসিক প্রস্তুতি বাড়াতে নিয়মিত মডেল টেস্ট দিন।
৬. পরীক্ষার আগের প্রস্তুতি
- সংক্ষিপ্ত নোট তৈরি করুন (সংজ্ঞা, সমাজবিজ্ঞানীদের নাম, মতবাদ ইত্যাদি)।
- বিগত ১০ বছরের বোর্ড প্রশ্ন অনুশীলন করুন।
- প্রতিদিন অন্তত ১টি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখে অনুশীলন করুন।
৭. কিছু বিশেষ পরামর্শ
সমাজবিজ্ঞান বুঝে
- পড়ার বিষয়—শুধু মুখস্থ
- করলে চলবে না।
- উদাহরণ ও যুক্তি দিয়ে উত্তর দিন—এতে নম্বর বেশি পাওয়া যায়।
- নিজের ভাষায় লেখার অভ্যাস গড়ে তুলুন।
- রুটিন অনুযায়ী অধ্যায়ভিত্তিক পড়া শেষ করুন।
লেখক: আবুল কালাম আল মাহমুদ , সহকারী অধ্যাপক, অমৃত লাল দে কলেজ, বরিশাল।