হোম > শিক্ষা

এমবিএ স্কলারশিপ

মুসাররাত আবির

বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড। সেখানে লেখাপড়া করার সুযোগ সবার মেলে না। আমেরিকার আটজন প্রেসিডেন্ট এই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। বর্তমান পৃথিবীর অন্তত ৬২ জন বিলিয়নিয়ার এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। যুক্তরাষ্ট্রের এই প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার খরচ অনেক। তবে এই প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ে ইচ্ছা করলেই পড়তে পারবেন যে কেউ। এর জন্য পকেট থেকে খসবে না কানাকড়িও। কারণ ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে এমবিএ পড়ার তেমনই একটি সুযোগ দিচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। যেকোনো জাতীয়তার শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

হার্ভার্ডের এমবিএ বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষার ব্যবসায়িক প্রোগ্রাম। হার্ভার্ড বিজনেস স্কুল প্রতি দুই বছরে একবার বোস্তানি এমবিএ হার্ভার্ড বৃত্তি দিয়ে থাকে। এই বৃত্তি দুই বছরের কোর্সের জন্য। বোস্তানি ফাউন্ডেশনের ‘হার্ভার্ড ইউনিভার্সিটি এমবিএ স্কলারশিপ’-এর আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। টিউশন ফি বাবদ দুই বছরে মোট ১ লাখ ২ হাজার ২০০ ইউএস ডলার প্রদান করা হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮৮ লাখ ২১ হাজার টাকা। এ ছাড়া ভ্রমণ খরচ ও আবাসনের ব্যবস্থা করা হবে। এমবিএর সময়সীমা ২ বছর।

সুযোগ-সুবিধা

  • টিউশন ফি বাবদ দুই বছরে মোট ১ লাখ ২ হাজার ২০০ ইউএস ডলার প্রদান করা হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮৮ লাখ ২১ হাজার টাকা।
  • বিনা মূল্যে থাকার ব্যবস্থা।
  • ভ্রমণ খরচ প্রদান করা হবে।
  • বোস্তানি ফাউন্ডেশন কর্তৃক দুই মসের ইন্টার্নশিপ সুবিধা। 

আবেদনের যোগ্যতা

বাংলাদেশসহ নানা দেশের শিক্ষার্থীদের জন্য বোস্তানি ফাউন্ডেশনের এমবিএ বৃত্তির আবেদন উন্মুক্ত। তবে এর জন্য কিছু শর্ত আছে। যেমন—

  • যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
  • ভালো একাডেমিক ব্যাকগ্রাউন্ডের অধিকারী হতে হবে।
  • হার্ভার্ডের এমবিএ প্রোগ্রাম থেকে ভর্তির অফার পেতে হবে।
  • স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
  • জিম্যাট স্কোর প্রদান করতে হবে। 

প্রয়োজনীয় কাগজপত্র

  • সিভি।
  • ছবি।
  • জিম্যাট স্কোর।
  • রেফারেন্স লেটার।
  • নথিপত্রের একটি অনুলিপি admissions@boustany-foundation.org এই ঠিকানায় পাঠাতে হবে। 

অফিশিয়াল ওয়েবসাইট: https://boustany-foundation.org/scholarship-programmes/mba-harvard/

আবেদনের শেষ সময়: ৩১ মে, ২০২২ 

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত

এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর

বিইউবিটিতে চতুর্থবারের মতো ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট’ আয়োজিত

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

জাবির ‘সি’ ইউনিটের শেষ মুহূর্তের প্রস্তুতি

ব্যাংকে ব্যবহৃত ৮টি ইংরেজি বাক্য (পর্ব-৫)

বদলে যাচ্ছে আইইএলটিএস পরীক্ষার নিয়ম, নতুন পদ্ধতিতে যা থাকছে

৫৫তম মহান বিজয় দিবসে পাঠকবন্ধুর শ্রদ্ধা

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)