হোম > শিক্ষা

হাওয়াই বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

শিক্ষা ডেস্ক

যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েট স্কলারশিপ-২০২৫-এর জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। ইস্ট ওয়েস্ট সেন্টার (ইডব্লিউসি) গ্র্যাজুয়েট ডিগ্রি ফেলোশিপ নামের এ বৃত্তির জন্য এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়নে এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা মাস্টার্স ও পিএইচডি অর্জন করতে পারবেন।

সুযোগ-সুবিধা

স্নাতক অধ্যয়নের জন্য সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে। বিনা মূল্যে থাকার ব্যবস্থা, খাবারের আংশিক ব্যবস্থা এবং দুর্ঘটনায় আর্থিক সহযোগিতার ব্যবস্থা থাকবে। স্বাস্থ্যবিমা, বই ভাতা ও শিক্ষা উপকরণ ভাতার ব্যবস্থা থাকবে।

অধ্যয়নের ক্ষেত্র

মহাসাগর ও সম্পদ প্রকৌশল, ব্যবসায় প্রশাসন (গ্লোবাল এমবিএ-জাপান ট্র্যাক), প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ ব্যবস্থাপনা, নগর ও আঞ্চলিক পরিকল্পনা, সমুদ্রবিদ্যা, প্যাসিফিক আইল্যান্ড স্টাডিজ, ব্যবসায় প্রশাসন, অর্থনীতি, ভূগোল, সমাজবিজ্ঞান, জনপ্রশাসন, মৃত্তিকা বিজ্ঞান এবং আইন।

আবেদনযোগ্য দেশের তালিকা

দক্ষিণ এশিয়া: আফগানিস্তান, ভুটান, বাংলাদেশ, ইরান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। পূর্ব এশিয়া: চীন, হংকং, জাপান, মঙ্গোলিয়া, ম্যাকাও, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, রাশিয়া ও তাইওয়ান। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল: অস্ট্রেলিয়া, আমেরিকান সামোয়া, কুক দ্বীপপুঞ্জ, ফ্রেঞ্চ পলিনেশিয়া এবং ফেডারেটেড স্টেটস অব মাইক্রোনেশিয়া।

আবেদনের যোগ্যতা

আবেদনকারীদের অবশ্যই ওপরে তালিকাভুক্ত দেশের নাগরিক হতে হবে। আকর্ষণীয় একাডেমিক ফল থাকতে হবে। প্রার্থীদের দুই বছরের পূর্ণকালীন পেশাদার অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষায় মৌখিক ও লিখিত দক্ষতা থাকতে হবে। ডিগ্রি শেষ করে নিজ দেশে ফিরে যেতে হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়টির অফিশিয়াল ওয়েবসাইটের এ লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ১ ডিসেম্বর ২০২৪।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু আজ

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার

পাঠকবন্ধুর মহান বিজয় দিবস উদ্‌যাপন

উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল: স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জসহ ৭ অ্যাওয়ার্ড জয়

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: চিকিৎসা নৃবিজ্ঞানে বাংলাদেশি মিথিলার পথচলা

কৃষক বাবার স্বপ্নপূরণে মেডিকেলে পড়ছেন উর্মি

ব্যাংকে ব্যবহৃত ৮টি ইংরেজি বাক্য (পর্ব-৬)

জাপানের বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত মেক্সট বৃত্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি