হোম > শিক্ষা

ফাজিল পরীক্ষার ফলাফল ৮ মাসেও প্রকাশ করতে পারেনি ইবি

পল্লব আহমেদ সিয়াম, ইবি

দীর্ঘ আট মাসেও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে ফাজিল অনার্স (সম্মান) পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চার বছরের নির্ধারিত অনার্স (সম্মান) কোর্সের পরীক্ষা হয়েছে আট বছরের মাথায়। দীর্ঘদিন পর পরীক্ষা হলেও আট মাসেও ফলাফল মেলেনি শিক্ষার্থীদের। ধীরগতির কার্যক্রমে তৈরি হয়েছে দীর্ঘ সেশনজট। 

জানা যায়, ফাজিল (সম্মান) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষা ২০২১ সালের অক্টোবরে শুরু হয়ে নভেম্বরে শেষ হয়। একই অবস্থা ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের। অনেক শিক্ষার্থীর ফলাফলের জন্য চাকরির বয়স শেষ হয়ে যাওয়ায় চাকরিতে আবেদন করতে পারছেন না। 

 ২০১০-১১ শিক্ষাবর্ষ থেকে প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল (সম্মান) চালু করা হয়। সে সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে ৩১টি মাদ্রাসার শিক্ষার্থীরা ভর্তি হতে পারতেন। ২০১০-১১ শিক্ষাবর্ষ থেকে ২০১৪-১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত ২০২১ সালে মোট পাঁচটি বর্ষের শিক্ষার্থীদের মধ্যে তিনটি বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা নিতে পেরেছে কর্তৃপক্ষ। তখন বাদ পড়েছিলেন ২০১৩-১৪ ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। পরে এসব সেশনের পরীক্ষা শুরু হয় গত বছরের ২০ অক্টোবর। পরীক্ষা শেষ হয় ২৮ নভেম্বর। তিন মাসে ফলাফল প্রকাশের নিয়ম থাকলেও আট মাসেও তা প্রকাশ করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

শিক্ষার্থীদের অভিযোগ, আট বছরে তাঁরা পরীক্ষা শেষ করেছেন। চূড়ান্ত পরীক্ষার ফলাফল না হওয়ায় তাঁরা কিছুই করতে পারছেন না। দ্রুত বিষয়টি সমাধান না করতে পারলে মাদ্রাসার শিক্ষার্থীদের জীবনটা নষ্ট হয়ে যাবে। এই ধীরগতির জন্য দায়ী ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

তাঁরা বলেন, বর্তমানে আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান অনার্স, সব পরীক্ষা ও ফলাফল হচ্ছে। 

চট্টগ্রামের একটি মাদ্রাসার শিক্ষার্থী মুহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘আট মাস শেষ। সব বিষয়ে সংশয় কাজ করছে। কবে রেজাল্ট (ফলাফল) পেয়ে চাকরিতে আবেদন করব, তা অজানা। প্রশাসনের কাছে আকুল আবেদন, আমাদের রেজাল্টটা যেন দ্রুত প্রকাশ করা হয়।’ 

এ ব্যাপারে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘খাতাগুলো থার্ড এক্সামিনারের (তৃতীয় পরীক্ষক) কাছে আছে। তাঁরা খাতা জমা দিলেই আমরা দ্রুত রেজাল্ট দিয়ে দেব।’ 

জকসু নির্বাচন: মেশিনেই ভোট গণনার সিদ্ধান্ত

জকসু নির্বাচন: পাল্টাপাল্টি অভিযোগের পর ভোট গণনায় জট

জকসু নির্বাচন: ওএমআর মেশিনে ত্রুটি, ভোট গণনা স্থগিত

জকসু নির্বাচনে ভোট পড়েছে ৬৫ শতাংশ

৬৭ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু শনিবার

জকসুর ভোট গ্রহণ সম্পন্ন, প্রথমবারের মতো ভোট দিতে পেরে খুশি শিক্ষার্থীরা

জকসু নির্বাচনে নারী ভোটারদের উচ্ছ্বাস

জকসু নির্বাচন: ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ শিক্ষকদের সংগঠন ইউটিএলের ‎

ছাত্রদলের বিরুদ্ধে পেশিশক্তি প্রদর্শনের অভিযোগ ছাত্রশক্তি-সমর্থিত প্যানেলের

জবিতে শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্তার পর পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা