যারা ডেন্টাল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, আজকের আলোচনা তাদের জন্য। আজ আমরা কথা বলব রসায়ন নিয়ে। রসায়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অনুশীলনীর প্রশ্ন।
ডেন্টাল ভর্তি পরীক্ষায় রসায়ন থেকে ২৫টি প্রশ্ন আসে। মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২০-২১ সালে রসায়ন থেকে প্রায় ১৫টি প্রশ্ন এসেছে অধ্যায়ের শেষের অনুশীলনী থেকে। অর্থাৎ মেডিকেল বা ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের একটি বড় অংশই আসে অনুশীলনীর প্রশ্ন। ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য হাজারী স্যারের বই খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া সঞ্জিত কুমার গুহ স্যারের বই পড়া যেতে পারে।
রসায়ন প্রথম পত্র
রসায়ন প্রথম পত্র থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অধ্যায়; অর্থাৎ গুণগত রসায়ন, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক পরিবর্তন। ল্যাবরেটরির
নিরাপদ ব্যবহার তুলনামূলক কম গুরুত্বপূর্ণ; কিন্তু এখান থেকেও প্রশ্ন আসে। কর্মমুখী রসায়ন থেকেও প্রশ্ন আসতে দেখা যায়। রসায়ন থেকে সাধারণত আমরা যে প্রশ্নগুলো পড়ি, সেগুলো হলো সংখ্যাগত তথ্য, বিভিন্ন মৌলের বৈশিষ্ট্য, বিভিন্ন মৌলের ব্যবহার ইত্যাদি। এসব পড়লে রসায়ন প্রথম পত্রে ভালো করা সহজ হবে।
রসায়ন দ্বিতীয় পত্র
রসায়ন দ্বিতীয় পত্রে সবাই ভয় পায় জৈব রসায়নে। এ বিষয় নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। জৈব রসায়ন থেকে পড়তে হবে–যেকোনো বিক্রিয়ার প্রভাবকের নাম কী, তাপমাত্রা কী ও চাপ কত। আর অধ্যায়ের শেষ থেকে পড়তে হবে বিভিন্ন ব্যবহার, যেমন: গ্লিসারিনের ব্যবহার, নাইট্রোগ্লিসারিনের ব্যবহার, ট্রাইনাইট্রোটলুইন (TNT)-এর ব্যবহার। এসব জৈব যৌগের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। আরও কিছু অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ; যেমন, পরিবেশ রসায়ন থেকে অনেক তথ্য আসতে পারে। এ ছাড়া তড়িৎ রসায়ন বা পরিমাপ রসায়ন থেকে ছোট ছোট অঙ্ক আসতে পারে, যেগুলো ক্যালকুলেটর ছাড়াই করা যায়। এমন গাণিতিক সমস্যার নিয়মিত অনুশীলন করলে ডেন্টাল ভর্তি পরীক্ষায় ভালো করা খুবই সহজ। অর্থনৈতিক বিষয় থেকেও প্রশ্ন আসতে পারে, যেমন: বিভিন্ন ব্যবহার, উৎপাদন প্রক্রিয়ার কয়টি ধাপ আছে ইত্যাদি। আবারও বলছি, রসায়নে অনুশীলনীর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আপাতত এটুকুই। তোমাদের জন্য শুভ কামনা!
লেখক: মেধাতালিকায় প্রথম, ডেন্টাল ভর্তি পরীক্ষা (২০১৯-২০ শিক্ষাবর্ষ) ও এমবিবিএস শিক্ষার্থী, ঢাকা মেডিকেল কলেজ।