হোম > শিক্ষা

গবিসাসের নেতৃত্বে পিংকি ও ইভা

শিক্ষা ডেস্ক

পিংকি ও ইভা। ছবি: সংগৃহীত

গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) দ্বাদশ কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে মনোনিত হয়েছেন দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি সানজিদা জান্নাত পিংকি ও সাধারণ পদে মনোনয়ন পেয়েছেন বাংলাভিশনের প্রতিনিধি ইভা আক্তার।

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সম্মেলন কক্ষে এ কমিটি ঘোষণা করেন সিলেকশন কমিটির সদস্য মো. রিফাত মেহেদী। আগামী ১ বছর এ কমিটি দায়িত্বপালন করবে। নতুন কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন একাদশ কার্যনির্বাহী পরিষদের সভাপতি মো. আখলাক ই রাসূল।

৮ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন: সহ–সভাপতি জিয়াউর রহমান শোভন (দৈনিক আমার সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল গণি উসমানি (সময়ের কন্ঠস্বর), অর্থ সম্পাদক মোজাহিদুল ইসলাম নিরব (বার্তা বাজার), সাংগঠনিক সম্পাদক তাহমিদ হাসান (সাম্প্রতিক দেশকাল), দপ্তর সম্পাদক আবু হুরায়রা (দ্যা ডেইলি ক্যাম্পাস), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাহিদুজ্জামান সিয়াম (দৈনিক মানবজমিন)।

নতুন কমিটি প্রকাশের অনুষ্ঠানে গবিসাসের সদ্য বিদায়ী সহ–সভাপতি মো. ইউনূস রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড. মো. ফজলুল করিম, প্রক্টর সহযোগী অধ্যাপক মো. রফিকুল আলম ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আবু মুহাম্মাদ মুকাম্মেল।

নব গঠিত কমিটিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, বিভিন্ন সংগঠন, সামাজিক–সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা অভিনন্দন জানিয়েছেন। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠনগুলো এ কমিটিকে অভিনন্দন জানিয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু আজ

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার

পাঠকবন্ধুর মহান বিজয় দিবস উদ্‌যাপন

উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল: স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জসহ ৭ অ্যাওয়ার্ড জয়

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: চিকিৎসা নৃবিজ্ঞানে বাংলাদেশি মিথিলার পথচলা

কৃষক বাবার স্বপ্নপূরণে মেডিকেলে পড়ছেন উর্মি

ব্যাংকে ব্যবহৃত ৮টি ইংরেজি বাক্য (পর্ব-৬)

জাপানের বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত মেক্সট বৃত্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি