হোম > শিক্ষা

পেনশন স্কিম বাতিল দাবি: দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে জবি শিক্ষকেরা

জবি সংবাদদাতা 

অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে দ্বিতীয় দিনের মতো অর্ধ দিবস কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষকেরা।

আজ বুধবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে বৃষ্টি উপেক্ষা করে শিক্ষকেরা সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন। এ সময় দুপুর ১২টা বেলা ১টা পর্যন্ত ভাষা শহীদ রফিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময়ে শিক্ষকেরা কোনো ক্লাস নেননি। তবে পরীক্ষাসমূহ এই কর্মসূচির আওতামুক্ত ছিল।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সদস্য এবং রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. একেএম লুৎফর রহমান বলেন, ‘সরকার যখন সর্বজনীন পেনশন স্কিম চালু করেছিল, তখন সেটাকে আমরা সমর্থন জানিয়েছিলাম। উন্নত দেশেও এটা বিদ্যমান। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বর্তমান পেনশন ব্যবস্থা থেকে বের করে প্রত্যয় স্কিমের অন্তর্ভুক্ত করা হচ্ছে। কিন্তু আমলারা আলাদা সেবক স্কিম চালু করার কাজ করছে। এখানে আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে।’

তিনি বলেন, ‘১ জুলাইয়ের পর থেকে যারা শিক্ষকতার পেশায় আসবেন তারা এই বৈষম্যের শিকার হবেন। ব্যাংক-বিমায় যারা চাকরিতে ঢুকবেন তারাও এই বৈষম্যের শিকার হবেন। শিক্ষকেরা দেশ গড়ার কারিগর। তাদের সুযোগ-সুবিধা বাড়ানোর বদলে আরও কীভাবে কমানো যায়, সেই পাঁয়তারা করা হচ্ছে। আমরা প্রত্যয় স্কিম বাতিল করে বর্তমান পেনশন ব্যবস্থায় থাকতে চাই।’ একই সঙ্গে শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্ত করা এবং স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান বলেন, ‘প্রত্যয় স্কিম একটি বৈষম্যমূলক পেনশন স্কিম। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষককের মধ্যেই বৈষম্য তৈরি হবে। ১ জুলাইয়ের পর যারা শিক্ষকতার কিংবা অন্য ব্যাংক-বিমা ও আধা সরকারি চাকরিতে ঢুকবেন তাঁদের জন্য আলাদা নিয়ম আর বাকিদের জন্য আলাদা নিয়ম। আমাদের পরবর্তী জেনারেশন এই বৈষম্যের শিকার হবে। আমরা এই বৈষম্য চাই না। সে জন্য বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আন্দোলন কর্মসূচি চলবে।’

শেখ মাশরিক হাসান আরও বলেন, ‘আমাদের তিনটি দাবিতে আন্দোলন চলছে। প্রত্যয় স্কিম বাতিল, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন করা। এই তিন দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। ইতিমধ্যে এক জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে। সেই কর্মসূচিও পালিত হবে। এই সময়ে শিক্ষকেরা ক্লাস-পরীক্ষা থেকে বিরত থাকবেন এবং প্রশাসনিক কাজও করবেন না।

উল্লেখ্য, সর্বজনীন পেনশন স্কিমের আগের চারটি স্কিমের সঙ্গে ‘প্রত্যয় স্কিম’ নামের একটি প্যাকেজ চালু করেছে অর্থ মন্ত্রণালয়। এতে সব ধরনের স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীনস্থ অঙ্গপ্রতিষ্ঠানগুলোতে ২০২৪ সালের ১ জুলাই পরবর্তী সময়ে যোগ দেওয়া কর্মকর্তা বা কর্মচারীরা সর্বজনীন পেনশন ব্যবস্থাপনায় অন্তর্ভুক্ত হবেন।

এর আগে, সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপনকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে এর আওতামুক্ত রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য সুপার গ্রেড কার্যকর এবং স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবি জানিয়েছে দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এ সংগঠন। ১ জুলাই থেকে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছে সংগঠনটি।

পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর: অনিয়ম ধরার কাজ যাঁদের তাঁরাই জড়াচ্ছেন দুর্নীতিতে

জকসু নির্বাচন নিয়ে প্রশাসনের নতুন নির্দেশনা

‎জকসু নির্বাচনে প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের ৪ দফা দাবি

খালেদা জিয়ার মৃত্যু: জকসু নির্বাচন পিছিয়ে ৬ জানুয়ারি

খালেদা জিয়ার মৃত্যু: বুধবারের বৃত্তি পরীক্ষা স্থগিত, হবে ৫ জানুয়ারি

‎জকসু নির্বাচন স্থগিত, ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা

খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনের শোক ঘোষণা

জকসু নির্বাচন স্থগিতে দোটানায় শিক্ষার্থীরা

‎জকসু নির্বাচন স্থগিত, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

বিনা মূল্যের বই: মাধ্যমিকের পাঠ্যবইয়ে ফের বদল, সব বই ছাপা শেষ হয়নি