হোম > শিক্ষা

খুবিতে বন গবেষণা প্রযুক্তির প্রশিক্ষণ

খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) দুই দিনব্যাপী বন গবেষণা প্রযুক্তির (আই ট্রি) প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিন বিভাগের ক্লাসরুমে এ প্রশিক্ষণ শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. রুমানা রানা। 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিন বিভাগের সিনিয়র অধ্যাপক ড. গোলাম রাক্কিবু। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ বন বিভাগের রিসোর্স ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (রিমস) ইউনিটের উপ-বন সংরক্ষক মো. জহির ইকবাল। আই ট্রি ও প্রশিক্ষণের উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য দেন কম্পাস প্রোগ্রামের একাডেমিক অ্যান্ড রিসার্চ কো-অর্ডিনেশন স্পেশালিস্ট মো. শামস উদ্দিন। 

উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন অধ্যাপক ড. মো. রবিউল আলম। পরে অধ্যাপক ড. মো. রবিউল আলম, শাহদেব চন্দ্র মজুমদার, বাবলু জামান, মো. জহির ইকবাল প্রশিক্ষণের বিভিন্ন সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণ অনুষ্ঠানটি আগামীকাল (শনিবার) শেষ হবে। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ফউটে ডিসিপ্লিনের শিক্ষকসহ ৪০ জন শিক্ষার্থী অংশ নেন। 

উল্লেখ্য, আই ট্রি হচ্ছে বন গবেষণা সম্পর্কিত একটি বিশ্বখ্যাত সফটওয়্যার। যার মধ্যে বন গবেষণা, জরিপ, জিআইএসসহ বিভিন্ন প্রযুক্তি অন্তর্ভুক্ত রয়েছে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা এ বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবেন।

জানুয়ারিতেই বিশেষ বৃত্তি পাচ্ছেন জবি শিক্ষার্থীরা

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: লিখিত পরীক্ষার ফল চলতি মাসেই

জবিতে ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ ‎

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি

‘নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন জবির মোস্তাফিজ

নবীন শিক্ষার্থীদের বরণ করল ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ

সাদা অ্যাপ্রোন গায়ে জড়ানোর অপেক্ষায়

বুয়েটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮৭.৪৪ শতাংশ, ফল ৭ ফেব্রুয়ারি

স্নাতক ও স্নাতকোত্তরে স্বর্ণপদক জিতেছেন তারেক

শীতের আবহে নজরুল বিশ্ববিদ্যালয়