হোম > শিক্ষা

বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব ১৭ মে

আজকের পত্রিকা ডেস্ক­

মঙ্গলবার বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড বিষয়ে প্রেস কনফারেন্স। ছবি: বিজ্ঞপ্তি

তরুণ শিক্ষার্থীদের মাঝে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং তথ্য প্রযুক্তির প্রতি আগ্রহ সৃষ্টি ও মেধা বিকাশে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড (বিডিএআইও) ২০২৫।

এবারের এই প্রতিযোগিতাটি যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)।

এই অলিম্পিয়াডে বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের—যেমন স্কুল, কলেজ, কারিগরি শিক্ষা বোর্ড এবং ব্রিটিশ কারিকুলামের—শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। ইতিমধ্যেই গত ৩ ও ১০ মে তারিখে এই অলিম্পিয়াডের প্রাথমিক বাছাই পর্ব সম্পন্ন হয়েছে। ১৭২ জন শিক্ষার্থী জাতীয় পর্যায়ের জন্য নির্বাচিত হয়েছে।

আগামী ১৭ মে, বিইউবিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব। নির্ধারিত কক্ষে ৫ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হবে মেশিন লার্নিং অ্যান্ড প্রোগ্রামিং কনটেস্ট। এই কনটেস্টে বিজয়ীরা চীনের বেইজিংয়ে অনুষ্ঠেয় আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। এ ছাড়া, বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার, সনদপত্র এবং অনলাইন ও অফলাইন প্রশিক্ষণের সুযোগ।

এবারের প্রতিযোগিতায় একটি নতুন আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পাইথন প্রোগ্রামিং সম্পর্কিত বহুনির্বাচনী প্রশ্ন ও শূন্যস্থান পূরণের সমন্বয়ে একটি কুইজ পর্ব। ৩০ মিনিটের এই কুইজ প্রতিযোগিতার জন্য জুনিয়র ও সিনিয়র—এই দুটি ক্যাটাগরিতে ইতিমধ্যেই ২৩৫ জন শিক্ষার্থীকে নির্বাচন করা হয়েছে। এই কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্যও থাকছে নজরকাড়া পুরস্কার।

আজ মঙ্গলবার এক প্রেস কনফারেন্সে বিইউবিটি-এর উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী, আইকিউএসি এবং বিআরআইসি-এর পরিচালক অধ্যাপক শান্তি নারায়ণ ঘোষ, বিডিএআইওর দলনেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সেস অনুষদের ডিন ড. মুন্সী মাহবুবুর রহমান, বিইউবিটি সিএসই বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. সাইফুর রহমান, আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক রিভ চ্যাট-এর হেড অব প্রোডাক্ট অ্যান্ড গ্রোথ মামুনুর রউফ, প্রধান নির্বাহী কর্মকর্তা এম রেজাউল হাসান এবং বিইউবিটি ও বিডিওএসএন-এর শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিআইইউতে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে পাঠকবন্ধুর শীতবস্ত্র বিতরণ

এআইইউবিতে যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার্সিটির প্রতিনিধিদল

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে চলছে ‘অ্যাডমিশন ফেয়ার স্প্রিং ২০২৬’

মন বসছে না পড়ার টেবিলে? জেনে নাও কারণ

উপসালা বিশ্ববিদ্যালয় বৃত্তি

মহাকাশে চীনা অভিযাত্রীদের সাম্প্রতিক গবেষণা

মালয়েশিয়ার উচ্চশিক্ষা সম্মেলনে ড্যাফোডিলের মো. সবুর খান

২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, সূচি প্রকাশ

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার