পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে কেউ গুজব ছড়ানো এবং প্রশ্নপত্র ফাঁসের অপচেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ রোববার রাজধানীর মতিঝিল বয়েজ স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। আশা করি কোথাও প্রশ্নপত্র ফাঁস হবে না। কিন্তু বরাবরের মতো গুজব ছড়ানোর মতো একটা চেষ্টা আছে। কেউ গুজবে কান দেবেন না। তবে যারা গুজব ছড়াবে কিংবা প্রশ্নপত্র ফাঁসের অপচেষ্টা করবে,, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এতে কোনো সন্দেহ নেই।’
দীপু মনি বলেন, `হলগুলোতে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত যত জায়গা থেকে খবর পেয়েছি, পরীক্ষা শান্ত ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে।'
এক প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, পরবর্তী এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি বা মার্চে নেওয়া সম্ভব হবে না। তবে কাছাকাছি সময়েই হবে। শিক্ষার্থীদের সিলেবাস শেষ করার জন্য সময় দিতে হবে। আগামী বছর পরীক্ষা নিতে হয়তো সর্বোচ্চ মে বা জুন চলে যেতে পারে। আশা করি এর মধ্যেই আমরা নিয়ে নিতে পারব।
করোনা পরিস্থিতির কারণে এ বছর প্রায় ৮ মাস দেরিতে হচ্ছে এসএসসি পরীক্ষা। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি বোর্ডের অধীনে ২২ লাখ ৪৩ হাজার ২৫৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। সারা দেশে ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। এর মধ্যে ১০ লাখ ৩৪ হাজার ১২৮ পুরুষ শিক্ষার্থী এবং ১২ লাখ ৭ হাজার ৬৬ জন নারী শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।