ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অন্যতম অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক তারুণ্য সংগঠনের ২০২১-২২ অর্থবছরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। আজ বুধবার সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
কমিটির সদস্যরা হলেন—সভাপতি ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের সাকির হোসেন, সাধারণ সম্পাদক লোকপ্রশাসন বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের আব্দুল করিম, সহসভাপতি আব্দুল্লাহ তাবরীজ খান, যুগ্ম-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সুজন পাটোয়ারী ও সাংগঠনিক সম্পাদক আবু জুবায়ের রূপক।
এ ছাড়া সদস্যসচিব আশিফা ইসরাত জুঁই, কোষাধ্যক্ষ শামিমা আকতার রুমা, প্রচার সম্পাদক তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক অচিন্ত ভদ্র, রক্তদান কর্মসূচি সম্পাদক ওমর ফারুক এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুরছালিন আহম্মেদ সানি পূর্ণাঙ্গ কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
জানা যায়, তারুণ্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন। এই সংগঠন শীতবস্ত্র বিতরণ, রক্তদান কর্মসূচি, বন্যার্তদের ত্রাণ বিতরণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, লাইব্রেরিসহ বিভিন্ন ধরনের সেবামূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। ২০০৯ সালের ২৯ জুলাই তারুণ্য সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।