হোম > শিক্ষা

ইবিতে ফ্রান্সে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার রোববার 

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চ (আইআইইআর)–এর উদ্যোগে ফ্রান্সে উচ্চশিক্ষা এবং কাজের সুযোগ বিষয়ক এক উন্মুক্ত সেমিনারের আয়োজন করা হয়েছে। আগামী রোববার বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চ (আইআইইআর)–এর পরিচালক ড. মো. মামুনুর রহমান।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া।

কীনোট স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন ঢাকাস্থ ফ্রান্স দূতাবাসের কালচারাল এটাচ ইউহান গিগারেল ও ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশের অফিসার ইন চার্জ সায়েদা নাসিরা হোসেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন অধ্যাপক ড. মো. মামুনুর রহমান।

ড. মো. মামুনুর রহমান বলেন, ‘ইবিতে এই প্রথম প্রোগ্রামের আয়োজন হতে যাচ্ছে। এতে আমাদের শিক্ষার্থীরা উপকৃত হবে বলে আশা করি।’

দেশে অণুজীববিজ্ঞান শিক্ষায় ভূমিকা রয়েছে বিএসএমের

‎জকসু নির্বাচনী প্রচারণায় অংশ নিলেন জামাল ভূঁইয়া

জকসু নির্বাচনে ব্যতিক্রমী প্রচারণায় প্রার্থীরা

‎জবির ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ ডিসেম্বর

এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. রইছ ও সম্পাদক ড. ইমরানুল

চীনের বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত সিএসসি বৃত্তি

জকসু নির্বাচন: ইশতেহারে অগ্রাধিকার দ্বিতীয় ক্যাম্পাস

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন

অবসর ভাতায় অনিয়ম, ক্ষতি ১২৫০ কোটি