বিশ্বমানের শিক্ষাব্যবস্থা, মনোরম আবহাওয়া, চমৎকার পরিবেশ ও উন্নত জীবনব্যবস্থার কারণে বিদেশি শিক্ষার্থীদের কাছে দক্ষিণ কোরিয়া বেশ পছন্দের জায়গা। দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য নানা ধরনের স্কলারশিপ দিয়ে থাকে। এবার স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে দক্ষিণ কোরিয়া কেডিআই স্কুল অব পাবলিক পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট।
বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা স্নাতকোত্তর পর্যায়ের এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৮ এপ্রিল, ২০২২। আগামী ১ এপ্রিল থেকে আবেদনে করা যাবে।
এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি বহন করা হবে। এ ছাড়া মাসিক উপবৃত্তি, আকাশপথে যাতায়াতের খরচসহ নানান ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
শিক্ষার্থীরা পাবলিক পলিসি, ডেভেলপমেন্ট পলিসি এবং পাবলিক ম্যানেজমেন্ট সম্পর্কিত বিষয়গুলো নিয়ে অধ্যয়ন করতে পারবেন। দুই বছরের জন্য এই স্কলারশিপ প্রদান করা হবে। সেমিস্টারের সংখ্যা চার।
আগ্রহী শিক্ষার্থীর ন্যূনতম তিন বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। ইংরেজি ভাষার ওপর দক্ষতা থাকতে হবে।
বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।