হোম > শিক্ষা

দ্বিতীয় দফায় শিক্ষার্থীদের নিয়ে ৬টি বাস ছাড়ল ইবি

প্রতিনিধি, ইসলামি বিশ্ববিদ্যালয়

ইসলামি বিশ্ববিদ্যালয়ের রাজশাহী ও রংপুরে বিভাগের শিক্ষার্থীদের নিয়ে দ্বিতীয় দফায় ছয়টি বাস ছাড়ল বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ রোববার সকাল ৬টায় ক্যাম্পাস এবং কুষ্টিয়ার কাস্টম মোড় থেকে শিক্ষার্থীদের নিয়ে বাস যাত্রা শুরু করে।

জানা যায়, লকডাউনে আটকে পড়া ও পবিত্র ঈদুল আজহায় শিক্ষার্থীদের ঈদ যাত্রা নিরাপদ করতে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের নিজ বিভাগীয় শহরে পৌঁছে দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাজশাহী ও রংপুর বিভাগীয় শিক্ষার্থীদের জন্য তিনটি করে ছয়টি বাস দেয় বিশ্ববিদ্যালয় পরিবহন পুল। আজ সকাল ৬টায় ক্যাম্পাস এবং কুষ্টিয়ার কাস্টম মোড় থেকে বাসগুলো ছেড়ে যায়। কুষ্টিয়াতে ও ঝিনাইদহে অবস্থানরত শিক্ষার্থীরা কাস্টম মোড় ও ক্যাম্পাস থেকে বাসে উঠে। তিনটি করে বাস রাজশাহী ও রংপুর বিভাগে যাবে।

শিক্ষার্থীরা বলেন, লকডাউনের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। নিজ শহরে ক্যাম্পাসের বাস দিয়ে যেতে পারব এটাই আমাদের কাছে পরম পাওয়া। ঈদ যাত্রা নিরাপদ করার জন্য সংশ্লিষ্টের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বিশ্ববিদ্যালয় পরিবহন পুল ব্যবস্থাপক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, দ্বিতীয় দফায় আমাদের শিক্ষার্থীদের নিয়ে ছয়টি বাস রাজশাহী ও রংপুর বিভাগীয় শিক্ষার্থীদের নিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদে রাখতে আমরা সার্বক্ষণিক বাসগুলোর সঙ্গে যোগাযোগ রাখছি। আশা করি আমাদের শিক্ষার্থীদের নিরাপদে তাঁদের বাড়িতে পৌঁছে দিতে সক্ষম হব।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার প্রথম ধাপে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও খুলনা বিভাগীয় শিক্ষার্থীদের নিজ বিভাগীয় শহরে পৌঁছে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

‎জকসু নির্বাচনে প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের ৪ দফা দাবি

খালেদা জিয়ার মৃত্যু: জকসু নির্বাচন পিছিয়ে ৬ জানুয়ারি

খালেদা জিয়ার মৃত্যু: বুধবারের বৃত্তি পরীক্ষা স্থগিত, হবে ৫ জানুয়ারি

‎জকসু নির্বাচন স্থগিত, ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা

খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনের শোক ঘোষণা

জকসু নির্বাচন স্থগিতে দোটানায় শিক্ষার্থীরা

‎জকসু নির্বাচন স্থগিত, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

বিনা মূল্যের বই: মাধ্যমিকের পাঠ্যবইয়ে ফের বদল, সব বই ছাপা শেষ হয়নি

জকসু নির্বাচন: ‎ছাত্রনেতাদের ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দিল কমিশন

‎জকসু নির্বাচন: ৬টি মেশিনে ভোট গণনা, ফলাফল দেখা যাবে লাইভে