হোম > শিক্ষা

এখনো শিক্ষায় সমান সুযোগ সৃষ্টি হয়নি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ ১৭ সেপ্টেম্বর, মহান শিক্ষা দিবস। শিক্ষাকে সংকুচিত করতে স্বৈরশাসক আইয়ুব খান যে শিক্ষানীতি দিয়েছিলেন, তার প্রতিবাদে ১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। মারা যান কয়েকজন শিক্ষার্থী। এরপর থেকে দিনটি শিক্ষা দিবস হিসেবে পালন করা হচ্ছে।

করোনা মহামারির কারণে দেড় বছরেরও বেশি বন্ধ থাকার পর গত ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খুলেছে। এতে শিক্ষা খাতে এক ধরনের বিপর্যয় নেমে এসেছে। এর মধ্যেই নতুন জাতীয় শিক্ষাক্রম অনুমোদন করেছে সরকার। এই শিক্ষাক্রম বাস্তবায়ন হলে প্রাক-প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার খোলনলচে পাল্টে যাবে। অন্যদিকে জাতীয় শিক্ষানীতি এখনো পুরোপুরি বাস্তবায়ন করতে পারেনি সরকার। শিক্ষানীতির আলোকে হয়নি শিক্ষা আইন। এখন জাতীয় শিক্ষানীতি সংশোধনের চিন্তা করা হচ্ছে।

তবে ১৯৬২ সালে যে উদ্দেশ্য নিয়ে ছাত্র-জনতা শিক্ষানীতির বিরোধিতায় মাঠে নেমেছিল, সেই উদ্দেশ্য আজও অর্জন হয়নি বলে মনে করেন শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি গতকাল আজকের পত্রিকাকে বলেন, পাকিস্তান আমলে আইয়ুব খানের সরকার জনবিরোধী শিক্ষানীতি দিয়েছিল। এর মধ্য দিয়ে শিক্ষাকে সংকুচিত ও বাণিজ্যিকীকরণ করতে চেয়েছিল তারা। এর বিরুদ্ধে শুধু শিক্ষার্থীরা নন, মেহনতি মানুষ, এমনকি বুড়িগঙ্গার নৌকার মাঝিরাও বিক্ষোভে অংশ নিয়েছিলেন। কিন্তু বাস্তবতা হচ্ছে শিক্ষাকে এখনো সর্বজনীন করা হয়নি। সরকার সবার শিক্ষার দায়িত্ব নেয়নি। বিত্তশালীরা এখন শিক্ষার বেশি সুযোগ পাচ্ছে।

দিবসটি সরকারিভাবে পালন করা হয় না। তবে আজ বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রগতিশীল আটটি সংগঠন মিলে সমাবেশ করবে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করবে।

উপদেষ্টা পরিষদে উঠছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ

বাবা বেঁচে থাকলে স্বর্ণপদক দেখে কেঁদে ফেলতেন

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

মাহিরের ভান্ডারে বিবিধ রতন

বিশ্ববিদ্যালয়ের আড্ডা সংস্কৃতি

চীনের হোহাই বিশ্ববিদ্যালয়ে সিএসসি বৃত্তি

ডিআইইউতে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে পাঠকবন্ধুর শীতবস্ত্র বিতরণ

এআইইউবিতে যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার্সিটির প্রতিনিধিদল

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে চলছে ‘অ্যাডমিশন ফেয়ার স্প্রিং ২০২৬’

মন বসছে না পড়ার টেবিলে? জেনে নাও কারণ