হোম > শিক্ষা

হলের আসন বরাদ্দ দিয়ে চবির ক্লাস শুরু ৬ অক্টোবর

চবি সংবাদদাতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলে শিক্ষার্থীদের আসন বরাদ্দের পর আগামী ৬ অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার উপাচার্যের সম্মেলনকক্ষে জরুরি সিন্ডিকেট সভায় এ কথা জানানো হয়। 

সভার সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা আবাসিক হলে আসন বরাদ্দের জন্য ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। পরে মেধারভিত্তিতে আসন বরাদ্দ পাওয়া শিক্ষার্থীরা ৫ অক্টোবর হলে উঠতে পারবেন। এরপর ৬ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস–পরীক্ষা শুরু হবে। 

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দীন খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আগামী ৬ অক্টোবর সশরীরে ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত চার দিন হলে সিটের জন্য শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।’ 

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের হলগুলোতে সর্বশেষ ২০১৭ সালের জুন মাসে আসন বরাদ্দ দেওয়া হয়। এরপর ২০১৯ এবং ২০২২ সালে আসন বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশ হলেও শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। আর চলতি বছর ছাত্র আন্দোলনের মুখে গত ১৭ জুলাই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার

ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

নিজেকে বদলানোর জাদুর কাঠি

জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছাত্রসমাজ মেনে নেবে না: ডাকসু ভিপি

জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টাফ বাসে শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগ

জাপানের এনইএফ শিক্ষাবৃত্তি পেলেন বাকৃবির ১২ শিক্ষার্থী

সম্পূর্ণ অর্থায়িত তুর্কিয়ে বুরসলারি বৃত্তি

জানুয়ারিতেই বিশেষ বৃত্তি পাচ্ছেন জবি শিক্ষার্থীরা