হোম > শিক্ষা

১০ নভেম্বর খুলবে বুয়েটের আবাসিক হল 

ঢাবি প্রতিনিধি

দীর্ঘ দেড় বছরের বেশি সময় পর স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আগামী ১০ নভেম্বর থেকে খুলবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবাসিক হল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সত্যপ্রসাদ মজুমদারের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত হয়। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান। 

মিজানুর রহমান বলেন, করোনা মহামারির কারণে দীর্ঘদিন হল বন্ধ ছিল। অনলাইনে ক্লাস-পরীক্ষা চলছিল, তা আবার শুরু হবে আগামী ১৩ ই নভেম্বর থেকে। তাই আমরা ১০ তারিখে হল খোলার সিদ্ধান্ত নিয়েছি। তবে শুধুমাত্র স্নাতকের শিক্ষার্থীদের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের ক্লাস শুরুর সিদ্ধান্ত আসলে শহীদ স্মৃতি হল (স্নাতকোত্তর শিক্ষার্থীদের আবাসিক হল) খুলে দেওয়া হবে। 

তিনি আরও বলেন, আমরা কয়েক সপ্তাহ অনলাইনে ক্লাস নেব। তারপর ক্রমান্বয়ে অফলাইনের দিকে যাব। 

এ ছাড়া ছাত্রকল্যাণ পরিদপ্তর থেকে প্রকাশিত নোটিশে জানানো হয়েছে, হলে অবস্থান করতে হলে ছাত্রদের কমপক্ষে এক ডোজ টিকা গ্রহণ করতে হবে। 

উল্লেখ্য, আশি শতাংশেরও অধিক শিক্ষার্থী টিকা গ্রহণের পরও কেন হল খোলা হচ্ছে না, এটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছিল। এ নিয়ে গত ২৩ অক্টোবর প্রায় ২ হাজার শিক্ষার্থীর সাক্ষরসহ হল খোলার দাবিতে একটি আবেদনপত্র ছাত্রকল্যাণ পরিষদের অফিসে জমা দেওয়া হয়। সেখানে ১ নভেম্বর থেকে আবাসিক হলে অবস্থান করার জন্য অনুমতি চান শিক্ষার্থীরা।

জানুয়ারিতেই বিশেষ বৃত্তি পাচ্ছেন জবি শিক্ষার্থীরা

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: লিখিত পরীক্ষার ফল চলতি মাসেই

জবিতে ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ ‎

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি

‘নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন জবির মোস্তাফিজ

নবীন শিক্ষার্থীদের বরণ করল ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ

সাদা অ্যাপ্রোন গায়ে জড়ানোর অপেক্ষায়

বুয়েটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮৭.৪৪ শতাংশ, ফল ৭ ফেব্রুয়ারি

স্নাতক ও স্নাতকোত্তরে স্বর্ণপদক জিতেছেন তারেক

শীতের আবহে নজরুল বিশ্ববিদ্যালয়