হোম > শিক্ষা

সামসুল হক খাঁন স্কুলে এবারও সাফল্যের জোয়ার

জহিরুল আলম পিলু 

ডেমরার সামসুল হক খাঁন স্কুল থেকে এ বছর এসএসসি পাস করা শিক্ষার্থীদের বাধভাঙা উচ্ছ্বাস। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর ডেমরার সামসুল হক খাঁন স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১ হাজার ৫২৩ জন। তাদের মধ্যে পাস করেছে ১ হাজার ৪৪২ জন। ‘এ’ প্লাস পেয়েছে ৬৩৫ জন। পাসের হার ৯৪ দশমিক ৬৪ শতাংশ।

প্রতিষ্ঠানটির বিজ্ঞান বিভাগ থেকে এবার ৬১৯ জন, ব্যবসায় শিক্ষা থেকে ১১ ও মানবিক থেকে পাঁচজন ‘এ’ প্লাস পেয়েছে। ইংরেজি ভার্সন থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৭৯ শিক্ষার্থীর মধ্যে ৭২ জন ‘এ’ প্লাস পেয়েছে।

প্রতিবছরের মতো এবারও এসএসসি পরীক্ষায় এই সাফল্য দেখে স্বভাবতই উচ্ছ্বসিত সামসুল হক খাঁন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, শিক্ষক থেকে শুরু করে শিক্ষার্থীরা।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘এ বছরের এসএসসি পরীক্ষা বিগত বছরের চেয়ে কঠিন ও ব্যতিক্রম ছিল। কেবল মেধাবী শিক্ষার্থীরাই এবার এসএসসি পরীক্ষায় ভালো করতে পেরেছে। আমাদের শিক্ষার্থীরা বিগত সাফল্যের ধারায় এ বছরও সন্তোষজনক ফল অর্জন করেছে। তারা সত্যিই মেধাবী ও মনোযোগী শিক্ষার্থী।

‘তবে জুলাই অভ্যুত্থানের ট্রমা অনেক শিক্ষার্থীকে প্রভাবিত করায় সবাই ভালো করতে পারেনি।’

বিজ্ঞান বিভাগ থেকে ‘এ’ প্লাস পাওয়া সামসুল হক খাঁন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মো. তানভীর আহমেদ বলে, ‘অনেক ভয় থাকা সত্ত্বেও মনের মতো ফল অর্জন করতে পেরেছি। এ জন্য প্রিন্সিপাল স্যারের উৎসাহ ও শিক্ষকদের নিরলস চেষ্টা মনে থাকবে।’

ডিআইইউতে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে পাঠকবন্ধুর শীতবস্ত্র বিতরণ

এআইইউবিতে যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার্সিটির প্রতিনিধিদল

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে চলছে ‘অ্যাডমিশন ফেয়ার স্প্রিং ২০২৬’

মন বসছে না পড়ার টেবিলে? জেনে নাও কারণ

উপসালা বিশ্ববিদ্যালয় বৃত্তি

মহাকাশে চীনা অভিযাত্রীদের সাম্প্রতিক গবেষণা

মালয়েশিয়ার উচ্চশিক্ষা সম্মেলনে ড্যাফোডিলের মো. সবুর খান

২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, সূচি প্রকাশ

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার