নেদারল্যান্ডসে এরিক ব্লুমিঙ্ক স্কলারশিপ ২০২৬-এর জন্য আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় দেশটির গ্রোনিংজেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
গ্রোনিংজেন বিশ্ববিদ্যালয় নেদারল্যান্ডসের গ্রোনিংজেনে প্রদেশে অবস্থিত একটি পাবলিক গবেষণা প্রতিষ্ঠান। ১৬১৪ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়টি অভিযোজন এবং গবেষণার জন্য বিখ্যাত।
সুযোগ-সুবিধা
নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে। এ ছাড়া প্রত্যেক শিক্ষার্থীর জন্য থাকছে বিদেশ ভ্রমণে খরচ, জীবনযাত্রার খরচ সহায়তা, একাডেমিক বই এবং উপকরণের খরচ, সম্পূর্ণ স্বাস্থ্য কভারেজ। এ ছাড়া নবীন শিক্ষার্থীদের সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীদের নেটওয়ার্কিংয়েরও সুযোগ থাকছে।
অধ্যয়নের ক্ষেত্রগুলো
ভাষা ও জ্ঞানকেন্দ্র, ধর্ম ও ঐতিহ্য, গ্লোবালাইজেশন স্টাডিজ, হেইম্যানস ইনস্টিটিউট, ভারতীয় স্টাডিজ ইনস্টিটিউট, ইন্টারইউনিভার্সিটি সেন্টার ফর সোশ্যাল সায়েন্স থিওরি অ্যান্ড মেথডোলজি, কুমরান ইনস্টিটিউট, নগর ও আঞ্চলিক গবেষণা ইনস্টিটিউট, আইন, অর্থনীতি ও ব্যবসা, জীবনবিজ্ঞান এবং এসওএম গবেষণা ইনস্টিটিউট।
আবেদনের যোগ্যতা
প্রার্থীদের চমৎকার একাডেমিক ফলাফল থাকতে হবে। এ ছাড়া বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় আর্থিক সক্ষমতা থাকতে হবে, শক্তিশালী সুপারিশপত্র থাকতে হবে, ইংরেজি ভাষার দক্ষতার সনদ, মেডিকেল সার্টিফিকেট ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
আবেদনের প্রয়োজনীয় তথ্য
অনলাইন আবেদনপত্রের কপি, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সার্টিফাইড একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং পূর্ববর্তী ডিগ্রির সনদ, সুপারিশের দুটি চিঠি, বৈধ পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্রের কপি, সিভি বা জীবনবৃত্তান্ত, প্রপোজাল এবং মোটিভেশনাল লেটার।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ১ ডিসেম্বর, ২০২৫।