হোম > শিক্ষা

স্কুলে ভর্তি আবেদনের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অভিভাবকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আগামী বছরে সারা দেশের সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির অনলাইন আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি স্কুলে ১০ ও বেসরকারি স্কুল ভর্তিতে ১৬ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। 

আজ বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ভর্তি আবেদন-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ শিক্ষাবর্ষের প্রথম থেকে নবম শ্রেণির ভর্তি আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। সরকারি স্কুলের অনলাইন আবেদন ১০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে এবং বেসরকারি স্কুলের আবেদন ১৬ ডিসেম্বর রাত ১২ পর্যন্ত চলবে। 

১৫ ডিসেম্বর রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সরকারি স্কুলের ভর্তি লটারি আয়োজন করা হবে। অন্যদিকে ১৯ ডিসেম্বর রাজধানীর নায়েম ভবন বেসরকারি স্কুলের ভর্তি লটারি আয়োজন করা হবে। 

এর আগে অনেক অভিভাবক অভিযোগ করেন, বিদেশে থাকায় তাদের জাতীয় পরিচয়পত্র করা হয়নি তাই তাঁরা আবেদন করতে পারছেন না। এ ছাড়া অন্যান্য কারণে অভিভাবকদের জাতীয় পরিচয়পত্র না থাকায় কেউ কেউ আবেদন সম্পন্ন করতে পারছিলেন না। 

বর্তমানে অনলাইন ভর্তি আবেদন ফরমে পিতা বা অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা মোবাইল নম্বর যেকোনো একটি যুক্ত করে আবেদন করা যাবে। অভিভাবকদের দাবির পরিপ্রেক্ষিতে স্কুল ভর্তির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানানো হয়। 

এর আগে গত ২৫ নভেম্বর থেকে সারা দেশের স্কুল ভর্তির আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে। বুধবার পর্যন্ত চলার কথা থাকলেও সে সময় বাড়ানো হয়েছে। জানা যায়, সারা দেশে এখন পর্যন্ত সরকারি স্কুলে ১০ লাখ ৯ হাজার ১১৭টি পছন্দক্রম হিসেবে আবেদন জমা হয়েছে। বেসরকারিতে প্রায় ৫ লাখ শিক্ষার্থীর পছন্দক্রম হিসেবে আবেদন জমা হয়েছে। 

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)

ইতালিতে ক্যামেরিনো বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

জকসু ছাত্রদলের প্রার্থী অর্ঘ্য মাদকাসক্ত নন, ওষুধের কারণে ডোপ টেস্ট পজিটিভ: চিকিৎসক

জকসু নির্বাচন: ৪২ জন প্রার্থীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

কৃষি গুচ্ছের ভর্তি আবেদনের সময় বাড়ল

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল