হোম > শিক্ষা

এইচএসসির না হওয়া পরীক্ষাগুলোর ফি ফেরত পাবে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় শিক্ষার্থীদের দাবির মুখে বাতিল হওয়া কয়েকটি বিষয়ের পরীক্ষার খরচ না হওয়া টাকা পরীক্ষার্থীদের ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। 

আজ মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়, এইচএসসির স্থগিত বিষয়গুলোর পরীক্ষা গত ২০ আগস্ট বাতিল করা হয়। যেসব বিষয়ে পরীক্ষা হয়েছে, সেগুলো ছাড়া অবশিষ্ট বিষয়গুলোর জন্য পত্রপ্রতি (তত্ত্বীয়) উত্তরপত্র মূল্যায়ন বাবদ ধার্য করা এবং ব্যবহারিক পরীক্ষার ফি বাবদ আদায় করা টাকা পরীক্ষার্থীদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। 

ঢাকা বোর্ড সূত্র জানায়, প্রতিটি পত্রের জন্য বোর্ডের ধার্য করা উত্তরপত্র মূল্যায়ন ফি বাবদ ৪০ টাকা ও কেন্দ্রের জন্য ধার্য করা ৪৫ টাকা ফেরত পাবেন পরীক্ষার্থীরা। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্র ফি বাবদ নেওয়া টাকার ১০ শতাংশ রেখে বাকি টাকা কেন্দ্রকে ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে। 

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী সাড়ে ১৪ লাখ। পরীক্ষা শুরু হয়েছিল ৩০ জুন। বন্যার কারণে সিলেট বোর্ডের পরীক্ষা শুরু হয় ৯ জুলাই। ছয়-সাতটি বিষয়ের পরীক্ষা হওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে দফায় দফায় স্থগিত করা হয়। পরে শিক্ষার্থীদের দাবির মুখে বাকি বিষয়গুলোর পরীক্ষা ২০ আগস্ট বাতিল করে সরকার।

৫৫তম মহান বিজয় দিবসে পাঠকবন্ধুর শ্রদ্ধা

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)

ইতালিতে ক্যামেরিনো বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

জকসু ছাত্রদলের প্রার্থী অর্ঘ্য মাদকাসক্ত নন, ওষুধের কারণে ডোপ টেস্ট পজিটিভ: চিকিৎসক

জকসু নির্বাচন: ৪২ জন প্রার্থীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

কৃষি গুচ্ছের ভর্তি আবেদনের সময় বাড়ল

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা