হোম > অপরাধ > চট্টগ্রাম

রমজান নিয়ে ‘কটূক্তি’ করায় কলেজ অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রমজান নিয়ে ‘কটূক্তি’র অভিযোগে চট্টগ্রাম বন্দর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তার শেলীকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন। আজ রোববার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক প্রশাসন মো. মমিনুর রশিদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, সম্প্রতি সেলিনা আক্তার শেলী ফেসবুকে পবিত্র রমজান মাসের আরবি উচ্চারণ ‘রামাদান’কে কটাক্ষ করে পোস্ট দেন। ওই পোস্টের পরিপ্রেক্ষিতে অসংখ্য মানুষ ফেসবুকে তীব্র প্রতিবাদ ও প্রতিক্রিয়া জানান। ওই পোস্টে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগায় মুসলিম জনগোষ্ঠীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। বন্দর এলাকায় এর প্রতিবাদে মিছিল-সমাবেশ আয়োজনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা দেখা দেয়। তাতে সাম্প্রদায়িক উসকানিসহ সরকারকে অস্থিতিশীল ও বিব্রতকর পরিস্থিতিতে ফেলার পরিস্থিতি তৈরি হয়।

যা ডিজিটাল সিকিউরিটি আইন-২০১৮-এর ২৮ ও ৩১ ধারা মোতাবেক দণ্ডযোগ্য ফৌজদারি অপরাধ। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নীতিমালা-২০১৯-এর বিধি ৬.২ ও বিধি ১০-এর সুস্পষ্ট লঙ্ঘন এবং চাকরি প্রবিধানমালা-১৯৯১-এর ৩৯ মোতাবেক সুস্পষ্ট অসদাচরণ এবং গুরুদণ্ডযোগ্য অপরাধ বলে আদেশে বলা হয়। এর পরিপ্রেক্ষিতে সেলিনা আক্তারের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে বলে আদেশে জানানো হয়।

এ অবস্থায় প্রবিধানমালা-১৯৯১-এর ৪৫ ধারায় চাকরি থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয় বলে জানান বন্দর কর্তৃপক্ষের পরিচালক প্রশাসন মো. মমিনুর রশিদ।

আরও খবর পড়ুন:

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির