হোম > অপরাধ

নদীতে ড্রেজারের পাইপ নৌ চলাচল ব্যাহত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার সাহাপুর-ভাটিবন্দর সেতুর পাশে মারীখালি নদীতে ড্রেজারের পাইপ স্থাপন করেছে স্থানীয় কয়েকজন ব্যক্তি। এতে নৌ চলাচল ব্যাহত হচ্ছে। স্থানীয় লোকজন এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, স্থানীয় ছগির হোসেন, নূর হোসেন ও তপনসহ কয়েকজন ব্যক্তি সাহাপুর এলাকায় মারীখালি নদীতে ভাটিবন্দর সেতুর পাশে ড্রেজারের পাইপ স্থাপন করেছেন। কয়েক দিন ধরে এ নদীপথে পণ্যবাহী ট্রলার, বালুবাহী বাল্কহেডসহ বড় নৌযান চলাচলে ব্যাহত হয়েছে। অনেক নৌযান এসে পুনরায় ফিরে অন্য পথে যাচ্ছে। এতে তেল খরচের পাশাপাশি সময়ও অপচয় হচ্ছে। আবার স্থানীয় লোকজন ট্রলারে করে ইট, পাথর ও অন্য মালামাল পরিবহন করতে পারছেন না। ড্রেজারের পাইপটি পরিকল্পিতভাবে বসিয়ে নৌযান চলাচল স্বাভাবিক করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় লোকজন।

ভাটিবন্দর গ্রামের শামসুল আলম জানান, অপরিকল্পিতভাবে ড্রেজারের পাইপ বসানোর কারণে নদীতে মালবাহী বড় নৌযান চলাচল করতে পারছে না। ব্রিজের সামনে পাইপ বসানোর কারণে প্রতিনিয়ত ঘটছে ছোটোখাটো দুর্ঘটনা।

ভাটিবন্দর এলাকার সালাউদ্দিন জানান, ‘নদীতে পাইপ বসানোর কারণে ট্রলার আসতে পারছে না। ফলে আমার বাড়ির কাজের জন্য নির্মাণসামগ্রী আনতে পারছি না। দ্রুত ড্রেজারের পাইপ সরানোর দাবি জানাচ্ছি।’

এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদ এলাহী জানান, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ