হোম > অপরাধ

প্রশাসনের লোক দেখলে পালিয়ে যান জেলেরা

শাহীন রহমান, পাবনা 

সরকারিভাবে ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকলেও পাবনায় তা মানা হচ্ছে না। নিষেধাজ্ঞা অমান্য করেই পাবনার সুজানগর উপজেলায় পদ্মা নদীর ১৫ কিলোমিটারজুড়ে চলছে অবাধে ইলিশ শিকার। নিয়মিত অভিযান পরিচালনা করেও ইলিশ শিকার বন্ধ করা যাচ্ছে না বলে জানিয়েছে স্থানীয় মৎস্য বিভাগ।

সরেজমিনে পদ্মা নদীর সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিকেল থেকে কয়েক শ মাছ ধরা ডিঙি নৌকা দাপিয়ে বেড়াচ্ছে নদীতে।

গত রোববার দুপুরে উপজেলা প্রশাসনের একটি ভ্রাম্যমাণ টিম সাতবাড়িয়া কাঞ্চন পার্ক এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ হাজার মিটার মাছ ধরা জাল জব্দ করে পুড়িয়ে দেয়। আবার বিকেলেই কয়েক শ মৎস্যজীবী নৌকা নিয়ে নদীতে নেমে পড়েন। অভিযানের ভয় থাকলেও মাছ ধরা বন্ধ করছেন না তাঁরা।

সুজানগর উপজেলা মৎস্য কর্মকর্তা নুর কাজমি জামান খান বলেন, সুজানগরে  তালিকাভুক্ত প্রায় ৪ হাজার জেলে রয়েছেন। যার মধ্যে প্রায় ১ হাজার ২০০ জন ইলিশ শিকার করেন। ৭ অক্টোবর নিষেধাজ্ঞা শুরু হওয়ার পর থেকেই জেলেদের সতর্ক ও নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করছি। তবে অভিযান অব্যাহত থাকলেও ইলিশ ধরা বন্ধ করা যাচ্ছে না।

কাজমি জামান আরও বলেন, `আমরা সংবাদ পেলেই অভিযান চালাচ্ছি। কিন্তু প্রশাসনের লোক নদীতে নামলেই দ্রুতবেগে নৌকা চালিয়ে পালিয়ে যাচ্ছেন জেলেরা।’

মাছ ধরা বন্ধ করতে হলে নদীর পুরো এলাকায় একযোগে নিয়মিত অভিযান চালাতে হবে জানিয়ে তিনি বলেন, এ জন্য পর্যাপ্ত জনবল আর লজিস্টিক সহায়তা দরকার।

সরেজমিনে জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, মহাজনের ঋণের কিস্তি পরিশোধ করতে ঝুঁকি নিয়েই নদীতে মাছ ধরছেন তাঁরা।সাতবাড়িয়া কাঞ্চন পার্ক এলাকার জেলে নুরাল খান বলেন, `আমাদের মাথার ওপর রয়েছে মহাজনের ঋণের বোঝা। ঋণ পরিশোধ করে সংসার চালানোর জন্য ঝুঁকি মাথায় নিয়েই নদীতে নামছি।’

এদিকে অবাধে মাছ ধরার পাশাপাশি নদী এলাকার আশপাশে গোপনেই বিক্রি হচ্ছে ইলিশ মাছ। সাতবাড়িয়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অনেকেই অন্য মাছের সঙ্গে কিছু ইলিশ মাছও নিয়ে এসেছেন। পাত্রের নিচে লুকিয়ে রেখেই সেগুলো বিক্রি করা হচ্ছে।

এ ব্যাপারে সুজানগর উপজেলা মৎস্য কর্মকর্তা নুর কাজিম জামান বলেন, তালিকাভুক্ত প্রতিটি জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হয়েছে। তবুও কিছুতেই বন্ধ হচ্ছে না নদীতে ইলিশ শিকার। 

পুলিশের নজরদারিতে ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’