হোম > অপরাধ

সোমেশ্বরী নদী থেকে বালু উত্তোলন, ১৪ শ্রমিকের দণ্ড

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 

সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু তোলার সময় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু তোলায় ১৪ শ্রমিককে আটক করেছে যৌথবাহিনী। পরে তাদের প্রত্যেককে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

আজ সোমবার সকাল ৮টার দিকে দুর্গাপুরের সোমেশ্বরী নদীর তিনটি স্পট থেকে ১৪ জন শ্রমিককে আটক করা হয়। এ অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর।

আটক শ্রমিকরা হলেন—মো. আলামিন (৩৩), মো. হাতেম আলী (২৩), রবি দাস (৪৯), মো. মোস্তফা (৫৩), মো. আবুল কালাম আজাদ (২৪), মো. ওয়াসিম (৩০), মো. জাহাঙ্গীর আলম (৩৪), মো. মোফাজ্জল হোসেন (২৪), মো. মামুন হোসেন (২২), মো. জুয়েল মিয়া (২৬), প্রাণতোষ (২০), মো. আনাস (২০), মো. হৃদয় হাসান (১৯) ও মো. হাফিজুর রহমান (২৫)। তাঁরা সবাই দুর্গাপুরের বিভিন্ন এলাকার বাসিন্দা।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া জানান, সাতদিন করে বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত ১৪ জন শ্রমিককে কারাগারে পাঠানো হয়েছে।

কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

ইউএনও মো. নাভিদ রেজওয়ানুল কবীর প্রতিবেদককে বলেন, ‘নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে এরকম তথ্য তাদের কাছে আগে থেকে ছিল। সোমবার সকালের দিকে ছাত্র সমাজের প্রতিনিধিসহ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে সোমেশ্বরী নদীর তিনটি স্পটে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় শ্রমিকরা নদী থেকে অবৈধভাবে বালু তুলে বস্তায় ভরছিল। পরে ১৪ জন শ্রমিকের প্রত্যেককে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ