হোম > অর্থনীতি > করপোরেট

সাতক্ষীরা থেকে যশোরে মাইক্রোবাসে যাবেন ইউএস-বাংলা এয়ারলাইনসের যাত্রীরা

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা থেকে যশোর বিমানবন্দরে যাওয়ার জন্য অত্যাধুনিক মাইক্রোবাস চালু করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস কর্তৃপক্ষ। আগামীকাল সোমবার থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের যাত্রীরা এই পরিবহনসেবা পাবেন। একইভাবে ঢাকা থেকে ফিরে আসা যাত্রীরাও যশোর থেকে মাইক্রোবাসে সাতক্ষীরায় পৌঁছাতে পারবেন। এই যাত্রীসেবার মাধ্যমে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হলো বিমানের যাত্রীদের। 

আজ রোববার দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবে আব্দুল মোতালেব মিলনায়তনে এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সাংবাদিকদের কাছে সাতক্ষীরাবাসীর জন্য ইউএস-বাংলা এয়ারলাইনসের যাত্রীসেবার বিষয়ে অবহিত করেন প্রতিষ্ঠানটির খুলনা বিভাগীয় ব্যবস্থাপক সুজন আহমেদ। 

ঢাকা পোস্টের সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলামের পরিচালনায় মতবিনিময়কালে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহম্মেদ বাপ্পী, সহসভাপতি হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাতক্ষীরার অল সিজন ট্রাভেল সাপোর্টের পরিচালক শেখ এজাজ আহমেদ স্বপন। 

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহম্মেদ বাপ্পী বলেন, সাতক্ষীরার বহু মানুষ ইউএস-বাংলা এয়ারলাইনসের মাধ্যমে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। তবে এত দিন ভোগান্তি পোহাতে হয়েছে। যশোর থেকে টিকিট কাটার পর সাতক্ষীরা থেকে বিকল্প মাধ্যমে যশোর এয়ারপোর্টে পৌঁছাতে হতো। তবে ইউএস বাংলা গ্রুপের মাইক্রোবাসযোগে যাত্রীদের সাতক্ষীরা থেকে যশোরে নিয়ে যাওয়া হবে, দুর্ভোগও দূর হবে। এটি খুব আনন্দের সংবাদ। আশা করি সাতক্ষীরার মানুষ এর সুফল পাবেন। 

উল্লেখ্য, আগামীকাল সোমবার থেকে প্রতিদিন সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরার ভারতীয় ভিসা অফিস ইটাগাছা থেকে মাইক্রোবাস ছেড়ে যাবে ১০টার ফ্লাইটের উদ্দেশ্যে। সন্ধ্যা ৭টার ফ্লাইট ধরার জন্য একই স্থান থেকে বিকেল সোয়া ৪টার দিকে যশোরের উদ্দেশে মাইক্রোবাসটি রওনা হবে। এ ছাড়া ঢাকা থেকে যেসব যাত্রী ফিরবেন, তাঁরাও একইভাবে মাইক্রোবাসযোগে সাতক্ষীরায় ফিরতে পারবেন। প্রত্যেক যাত্রীর ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা। 

নিউইয়র্কে ইউএসবিসিসিআই আয়োজিত অনুষ্ঠানে আকিজ রিসোর্সের এমডি শেখ জসিম উদ্দিন

বিকাশ অ্যাপে ‘সেলফ কমপ্লেইন্ট’ সেবা: অভিযোগ ও সমাধান এখন এক ক্লিকেই

এখন থেকে পদ্মা সেতুর টোল মুহূর্তেই পরিশোধ করা যাবে নগদের মাধ্যমে

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’