হোম > অর্থনীতি > করপোরেট

সাতক্ষীরা থেকে যশোরে মাইক্রোবাসে যাবেন ইউএস-বাংলা এয়ারলাইনসের যাত্রীরা

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা থেকে যশোর বিমানবন্দরে যাওয়ার জন্য অত্যাধুনিক মাইক্রোবাস চালু করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস কর্তৃপক্ষ। আগামীকাল সোমবার থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের যাত্রীরা এই পরিবহনসেবা পাবেন। একইভাবে ঢাকা থেকে ফিরে আসা যাত্রীরাও যশোর থেকে মাইক্রোবাসে সাতক্ষীরায় পৌঁছাতে পারবেন। এই যাত্রীসেবার মাধ্যমে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হলো বিমানের যাত্রীদের। 

আজ রোববার দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবে আব্দুল মোতালেব মিলনায়তনে এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সাংবাদিকদের কাছে সাতক্ষীরাবাসীর জন্য ইউএস-বাংলা এয়ারলাইনসের যাত্রীসেবার বিষয়ে অবহিত করেন প্রতিষ্ঠানটির খুলনা বিভাগীয় ব্যবস্থাপক সুজন আহমেদ। 

ঢাকা পোস্টের সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলামের পরিচালনায় মতবিনিময়কালে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহম্মেদ বাপ্পী, সহসভাপতি হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাতক্ষীরার অল সিজন ট্রাভেল সাপোর্টের পরিচালক শেখ এজাজ আহমেদ স্বপন। 

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহম্মেদ বাপ্পী বলেন, সাতক্ষীরার বহু মানুষ ইউএস-বাংলা এয়ারলাইনসের মাধ্যমে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। তবে এত দিন ভোগান্তি পোহাতে হয়েছে। যশোর থেকে টিকিট কাটার পর সাতক্ষীরা থেকে বিকল্প মাধ্যমে যশোর এয়ারপোর্টে পৌঁছাতে হতো। তবে ইউএস বাংলা গ্রুপের মাইক্রোবাসযোগে যাত্রীদের সাতক্ষীরা থেকে যশোরে নিয়ে যাওয়া হবে, দুর্ভোগও দূর হবে। এটি খুব আনন্দের সংবাদ। আশা করি সাতক্ষীরার মানুষ এর সুফল পাবেন। 

উল্লেখ্য, আগামীকাল সোমবার থেকে প্রতিদিন সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরার ভারতীয় ভিসা অফিস ইটাগাছা থেকে মাইক্রোবাস ছেড়ে যাবে ১০টার ফ্লাইটের উদ্দেশ্যে। সন্ধ্যা ৭টার ফ্লাইট ধরার জন্য একই স্থান থেকে বিকেল সোয়া ৪টার দিকে যশোরের উদ্দেশে মাইক্রোবাসটি রওনা হবে। এ ছাড়া ঢাকা থেকে যেসব যাত্রী ফিরবেন, তাঁরাও একইভাবে মাইক্রোবাসযোগে সাতক্ষীরায় ফিরতে পারবেন। প্রত্যেক যাত্রীর ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা। 

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

কক্সবাজারে এমজিআইয়ের বার্ষিক সেলস কনফারেন্স

ষষ্ঠবারের মতো এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ডিবিএল গ্রুপ

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পিএসটিসি স্টুয়ার্ডশিপ অ্যাওয়ার্ড পেলেন ড. নূর মোহাম্মদ

ইবিএল ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ফুডি

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

র‍্যাংগ্‌স ইলেকট্রনিকস ও র‍্যাডিসন ব্লুর মধ্যে সমঝোতা স্মারক সই

ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা